জিম্বাবুয়ে পুনরায় ফিরে পেতে যাচ্ছে আইসিসির সদস্য পদ

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি) আগামী সভায় ফিরেয়ে দিতে পারে জিম্বাবুয়ের সদস্য পদ।গত ১৮ জুলাই দূর্নিতির অভিযোগে নবম টেস্ট খেলুড়ে দেশ জিম্বাবুয়েকে আইসিসি ইভেন্ট থেকে সরিয়ে দেয়,কেড়ে নেয় আন্তর্জাতিক টি-টুয়ান্টি

আগামী ১২ই অক্টোবর বসতে যাচ্ছে আইসিসি সভা।সেখানে চূড়ান্ত হতে পারে জিম্বাবুয়ে কে পুনরায় সদস্য পদ ফিরিয়ে দেবার বিষয় টি।ইতিমধ্যে আইসিসি অনেক শর্ত বেধে দিয়েছে দেশটিকে।যা তাদের সরকারের সাথে হস্তক্ষেপে পর পুনরায় সিদ্ধান্ত নিবে জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ড।আগের থেকে অনেক কাজে সফল হয়েছে দেশটির ক্রিকেট বোর্ড।

কিছুদিন আগে জিম্বাবুয়ে ক্রিকেটাররা টাকা ছাড়াই খেলার আগ্রহ প্রকাশ করে।তার পর বাংলাদেশ টি-টুয়ান্টি ট্রাই নেশন সিরিজে অংশ নেয় জিম্বাবুয়ে।সম্পূর্ণ খরচ বিসিবি বহন করেছে,তাদের পাশে দাড়িয়ে ছিলো বিসিবি।তবে এখন ও জিম্বাবুয়ে নারী ক্রিকেট দল কোনো খেলায় ই অংশ নিচ্ছেন না।

আগামী ১২ ই অক্টোবর আইসিসি সভায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে যোগ দিবেন দেশটির ক্রীড়া মন্ত্রী।সেখানে তুলে ধরবেন সকল বিষয় বস্তু।সেখান থেকে মূল সিদ্ধান্ত আসতে পারে,ফিরে পেতে পারে পুনরায় সদস্য পদ।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »