জিতেই চলেছে বাঘিনীরা

https://scontent.fdac4-1.fna.fbcdn.net/v/t1.0-9/36386236_2027432020601594_1928619179817041920_n.jpg?_nc_cat=104&_nc_eui2=AeFY40879vpUlXD3TvLuwunYiYPt9keMWugjnmsYPL9A2_cQ-azY1GmWWQy36LFNFzNLAU2kdDYB9vV9Qwdjt7cfxuFbw0DGkcoiJ24B4pOm6Q&_nc_ht=scontent.fdac4-1.fna&oh=926e9b4229d9f6e3ffd66fe5510e3767&oe=5D672D33 »

আইসিসি নারী টি-২০ বিশ্বকাপ বাছাই পর্বে জিতেই চলেছে বাঘিনীরা। গত ম্যাচে যুক্তরাষ্ট্রকে বিশাল ব্যবধানে হারানোর পর এবার বাঘিনীদের শিকার পাপুয়া নিউগিনি। বৃষ্টি আইনে পাপুয়া নিউগিনিকে বাঘিনীরা হারিয়েছে ৬ রানে।

টস হেরে প্রথমে ব্যাট করতে নামা বাংলাদেশ নারী দল শুরুটা সুবিধা করতে পারেনি টাগ্রেসরা। দলীয় ৫ রানেই ফিরে যান ওপেনার আয়েশা রহমান। থিতু হতে পারেননি নিগার সুলতানা বা রিতু মনির কেউই। একপ্রান্ত আগলে রেখে কিছুটা বিপর্যয় সামাল দেয়ার চেষ্টা করেন ওপেনার সানজিদা ইসলাম। তবে ব্যক্তিগত ১৯ রানে বিদায় নেন তিনিও। অন্যদিকে ফাহিমা খাতুন দলকে যখন এগিয়ে নিয়ে যাচ্ছিলেন তখন ম্যাচে হানা দেয় বৃষ্টি। ইনিংসের ১৬.৩ ওভারে ৮ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ যখন ১০৩ রান তখনই আসে বৃষ্টি বাধা। অপেক্ষা করা বৃষ্টি থামার জন্য। কিন্তু সেটা যখন আরও বাড়িয়ে দেয় অপেক্ষা তখন দ্বিতীয় ইনিংসে ৮ ওভারে পাপুয়া নিউগিনির লক্ষ্য বেধে দেয়া হয় ৫৯ রানের।

জবাবে ব্যাট করতে নেমে শুরু থেকেই বলের সাথে পাল্লা দিয়ে রান তুলতে থাকে পাপুয়া নিউগিনির ব্যাটাররা। ওপেনিং জুটিতে স্কোরবোর্ডে ১৯ রান তুললে প্রথম আঘাত হানেন নাহিদা আকতার। ইনিংসের পঞ্চম ওভারে এসে আবারও উইকেটের দেখা মিলে রিতু মনির বলে দলীয় ২৫ রানে। নিউগিনির তানিয়া রুমা যখন দলকে নিয়ে যাচ্ছিলেন জয়ের দিকে তখন আবারও আঘাত হানেন নাহিদা। ব্যক্তিগত ১২ রানে রুমে ফিরে গেলে শেষ পর্যন্ত আর জয়ের বন্দরে পৌঁছাতে পারেনি তারা। নির্ধারিত ৮ ওভারে ৫ উইকেট হারিয়ে পাপুয়া নিউগিনির স্কোর থামে ৫২ রানে। ফলে বাংলাদেশ নারী দল ম্যাচটি জিতে নেয় ৬ রানে।
ম্যাচ সেরা হয়েছেন বাংলাদেশের নাহিদা আকতার।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »