জার্সি নম্বর ‘৭৫’ এর এর রহস্য উন্মোচন করলেন সাকিব

https://scontent.fdac27-1.fna.fbcdn.net/v/t1.0-0/p370x247/69266799_2732683093409813_4383768751321907200_n.jpg?_nc_cat=108&_nc_eui2=AeFLxhpH-COm8Z5TbXlXvNtt6uQWzyg9y0gJ9xtgUpYxbgtFyfQgV0u7Ok_W0FW05phmSTLdlxxqBrxmFyFN9AG436tQk7_IY4FVSo7BwbUxBw&_nc_oc=AQm-m00UhQR1hV_HPBXlztuLmf7-DH6XMozfZuKYOtMgbuMPGoUpk7eU5T80NfsOytk&_nc_ht=scontent.fdac27-1.fna&oh=b8dfa6a6bc076e0dd73927a994344b80&oe=5DFA1E9D »

একজন সাকিব আল হাসান শুধু বাংলাদেশ দলের নয়, পুরো ক্রিকেট বিশ্বের। ক্রিকেটেই যার ধ্যান-জ্ঞান তার পেছনে নম্বর লাগানো ‘৭৫’। এত নম্বর থাকতে ৭৫ কেই কেন বেছে নিলেন সাকিব?

সাকিবের জার্সি নম্বর নিয়ে ভক্তকূলের মধ্যে আলোচনা কম হয়নি। কেনই বা হবে না? তিনি তো দেশের পতাকা বহন করে বিশ্ব ভ্রমন করে যাচ্ছেন! বাংলাদেশের প্রতিনিধিত্ব করে গড়ে গেছেন একের পর এক রেকর্ড। বিশ্ব ক্রিকেটের তিন ফরম্যাটেই সেরা অলরাউন্ডারের খেতাব ধরে রাখাও যে সহজ কথা নয় সেটাও জানা আম জনতার।

সম্প্রতি সাকিব আল হাসান তার সত্যায়িত ফেসবুক পাতায় লাইভে আসেন। জা’এন’জি এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে এই লাইভে আসেন সাকিব। সেখানে এক ভক্তের প্রশ্নের জবাবে সাকিব তার ৭৫ নম্বর জার্সির রহস্য উন্মোচন করেন।

সাকিব বলেন, ‘প্রথমবারের মত যখন আমি খেলি তখন বিসিবি (বাংলাদেশ ক্রিকেট বোর্ড) আমাকে ৭৫ নম্বর জার্সি দিয়েছিল। পরের বার চাইলে অন্য সিরিজে সেটা পরিবর্তন করা যেত। কিন্তু সেটা আর করিনি। জার্সি নম্বর আসলে তেমন কোনো বিষয় না।’

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »