https://scontent.fdac27-1.fna.fbcdn.net/v/t1.0-0/p370x247/69266799_2732683093409813_4383768751321907200_n.jpg?_nc_cat=108&_nc_eui2=AeFLxhpH-COm8Z5TbXlXvNtt6uQWzyg9y0gJ9xtgUpYxbgtFyfQgV0u7Ok_W0FW05phmSTLdlxxqBrxmFyFN9AG436tQk7_IY4FVSo7BwbUxBw&_nc_oc=AQm-m00UhQR1hV_HPBXlztuLmf7-DH6XMozfZuKYOtMgbuMPGoUpk7eU5T80NfsOytk&_nc_ht=scontent.fdac27-1.fna&oh=b8dfa6a6bc076e0dd73927a994344b80&oe=5DFA1E9D »
ত্রিদেশীয় সিরিজের উদ্বোধনী ম্যাচে মিরপুরে মুখোমুখি হতে যাচ্ছে স্বাগতিক বাংলাদেশ ও জিম্বাবুয়ে। তবে বৃষ্টির জন্য টস হতে দেরি হচ্ছে সময়মত টস হয়নি। প্রথম দফায় সন্ধ্যা পৌনে ছয়টায় এক দফা মাঠ পরিদর্শন করেন আম্পায়াররা। তবে আউটফিল্ডের অবস্থা খারাপ থাকার কারণে দ্বিতীয় দফায় ৬টা ১৫ মিনিটে আম্পায়াররা মাঠ পরিদর্শন করে তারা জানান খেলা শুরুর ব্যাপারে জানানো হবে সন্ধ্যা সাতটায়।
সাতটায় আবারও মাঠ পরিদর্শন শেষে আম্পায়ারদের পক্ষ থেকে জানানো হয়েছে ৭টা ৪৫ মিনিটে ম্যাচটি শুরু হতে যাচ্ছে। তবে দুই দলের পক্ষ থেকেই কমিয়ে দেয়া হয়েছে ২ ওভার করে। অর্থাৎ প্রতি ইনিংসে এক দল খেলবে ১৮ ওভার করে।
দুই দলের সম্ভাব্য সেরা একাদশ
বাংলাদেশ: লিটন কুমার দাস, সৌম্য সরকার, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, মোসাদ্দেক হোসেন সৈকত, সাব্বির রহমান, মোহাম্মদ সাইফউদ্দিন, আফিফ হোসেন ধ্রুব, তাইজুল ইসলাম, মুস্তাফিজুর রহমান।
জিম্বাবুয়ে: হ্যামিল্টন মাসাকাদজা, ব্রেন্ডন টেলর, ক্রেইগ আরভিন, কাইল জার্ভিস, ক্রিস এমপুফো, রেগিস চাকাভা, টেন্ডাই চাতারা, রিচমন্ড মাতুম্বুমি, টিনোটেন্ডা মুতুম্বদজি, টনি মুনুয়াঙ্গা, টিমচেন মারুমা।