জাতীয় লিগে শামসুর, মার্শালের সেঞ্চুরি

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

জাতীয় ক্রিকেট লিগের ষষ্ঠ রাউন্ডে বরিশালের বিপক্ষে মাঠে নেমেছে ঢাকা মেট্রো। বরিশালের করা ৪১৪ রানের জবাবে ব্যাট করছে ঢাকা মেট্রো। ব্যাটিংয়ে নেমে দুই অভিজ্ঞ ব্যাটসম্যান শামসুর রহমান ও মার্শাল আইয়্যুবের ব্যাটে এগিয়ে যাচ্ছে ঢাকা মেট্রো।

বরিশালের দেওয়া ৪১৪ রানের জবাবে ব্যাট করতে নেমে শামসুর ও মার্শালের ব্যাটে সেঞ্চুরির দেখা পায় ঢাকা মেট্রো। গতকাল ৯০ রানে অপরাজিত থাকা শামসুর নিজের ক্যারিয়ারের অষ্টাদশ তম সেঞ্চুরি তুলে নেন। সেঞ্চুরি করে ইনিংস লম্বা করতে পারেননি তিনি। সোহাগ গাজীর বলে বোল্ড হয়ে ফিরেন । আউট হওয়ার আগে ২৮৯ মিনিট, ২১৯ বল খেলে ১০৩ রানের ইনিংস খেলেছেন শামসুর রহমান।

শামসুর রহমান প্যাভিলিয়নে ফেরার পরেই সেঞ্চুরির দেখা পান মার্শাল আইয়্যুব। গতকালে ৮৫ রানে অপরাজিত থাকা মার্শাল আইয়্যুব তুলে নিয়েছেন প্রথম শ্রেণীর ক্রিকেটের ঊনবিংশতম সেঞ্চুরি। শামসুরের মতো ইনিংস বড় করতে পারেননি তিনি। ব্যক্তিগত ১০৯ রানে থামে তার ইনিংস। আউট হওয়ার আগে ২৩০ মিনিট, ১৭০ বল মোকাবেলা করে ১০৯ রানের এই ইনিংস খেলেন তিনি।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »