নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
ভারতের ঘরোয়া ক্রিকেটের আসর আইপিএল মানেই যেন ক্রিকেটারদের বাড়তি আয়ের এক বড় সুযোগ। মোটা অঙ্কের অর্থ পকেটে পুরার পাশপাশি তারকা বনে গেছেন অনেক ক্রিকেটার এই আইপিএলের আদলে। শুধু তাই নয় এমন অনেক ক্রিকেটার রয়েছেন যারা জাতীয় দলে সুযোগ না পেলেও আইপিএল খেলে যান নিয়মিতই। কিন্তু রয়েছে ভিন্ন চিত্রও। এমন অনেক ক্রিকেটার রয়েছেন যারা জাতীয় দলের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ইচ্ছাকৃতভাবে না খেলে থাকেন আইপিএল ফ্র্যাঞ্চাইজির হয়ে।
আসন্ন বিশ্বকাপকে কেন্দ্র করে অংশ নেয়া দশটি দলই বিশ্বকাপের আগে আন্তর্জাতিক সিরিজ খেলার মাধ্যমে নিজেদের ঝালিয়ে নেয়ার পাশাপাশি প্রস্তুতিতেও ঘাটতি রাখছে না কোনোদিকে। তাছাড়া অস্ট্রেলিয়া কিংবা ইংল্যান্ডের মত দেশগুলো আইপিএল থেকে তাদের ক্রিকেটারদের দেশে ডেকে পাঠিয়েছে বেশ আগেভাগেই। তবে উল্টো চিত্র দেখা গেছে উইন্ডিজ এবং আফগানিস্তানের ক্রিকেটারদের মধ্যে।
ত্রিদেশীয় সিরিজে অংশ নিতে দেখা যায়নি ক্রিস গেইল, ব্রাভোর মত ক্রিকেটারদের। অন্যদিকে হায়দ্রাবাদের তাবু ছেড়ে সাকিব দেশে ফিরে আসলেও আফগানিস্তানের রশিদ খান, মোহাম্মদ নবী, মুজিব উর রহমানের মত ক্রিকেটাররা স্কটল্যান্ডের বিপক্ষে সিরিজে খেলতে দেশে আসেনি। তবে এই প্রথা কতদিন এভাবেই চলতে থাকে সেটাই এখন বড় এক প্রশ্ন।