নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
জন্মদিনের শুভেচ্ছা জানাতে গিয়ে সমালোচনার কবলে পড়লেন ভারতীয় পেস বোলিং অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া। কিছুদিন আগেও অবশ্য মিডিয়ায় বেফাঁস কথার কারনে বেশ সমালোচিত হয়েছেন তিনি। এবার সমালোচনার মুখে পড়লেন ভারতীয় সাবেক পেস বোলার জহির খানের জন্মদিনের শুভেচ্ছা জানাতে গিয়ে।
ভারতের হয়ে ৯২ টেস্ট, ২০০ ওয়ানডে ও ১৭ টি-২০ খেলে টেস্টে নিয়েছেন ৩১১ উইকেট, ওয়ানডেতে ২৮২ উইকেট আর টি-২০ তে ১৭ উইকেট। ভারতের জাতীয় দলের এক সময়কার সেরা পেস বোলার জহির খানের গতকাল ছিলো ৪১ তম জন্মদিন। জহির খানের জন্মদিনে টুইটারে একটি ভিডিও আপলোড করে তাকে জন্মদিনের শুভেচ্ছা জানান তাতেই যেন সমালোচনার বারুদ চেপে বসে তার উপর।
ঘরোয়া ক্রিকেটের কোন এক ম্যাচে জহির খানের বলে একটি বল তুলে মেরেছেন এমন এক ভিডিও আপলোড করে তাতে ক্যাপশন দিয়েছেন, ‘শুভ জন্মদিন জাক… আশা করি আমার মত করে আপনিও এটি বাহিরে ফেলবেন।’
এমন শুভেচ্ছাতেই সমালোচনার ঝড় বয়ে যাচ্ছে হার্দিক পান্ডিয়ার উপর দিয়ে। জহির নামের এক ভক্ত বলেন, ‘ধন্যবাদ মিষ্টার নো বডি। তোমার জনপ্রিয়তা মাত্র ২০ সেকেন্ডের।’
এছাড়া আরও অনেকে সমালোচনায় ভাসিয়ে দিচ্ছেন হার্দিক পান্ডিয়াকে। রোশান রয় নামের এক ভক্ত লিখেন, ‘তিনি একজন বোলার ছিলেন তবুও ৫৩ টি ছক্কা মেরেছেন। তিনি ব্রেট লি কিংবা শোয়েব আখতারদের বলেও ছক্কা মেরে বল মাঠের বাহিরে পাঠিয়েছেন। তিনি যখন ফর্মে থাকেন তখন তুমি তার ইনসুইয়িং আর ইয়র্কার খেললে সব বল তোমার পায়ে এসে লাগতো। তিনি একজন কিংবদন্তী।’