নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
আজ অজি গ্রেট শেন ওয়ার্নের জন্মদিন। বেঁচে থাকলে বাবার সাথে তার ৫৫তম জন্মদিন ধুমধাম করে কাটাতেন তার মেয়ে। কিন্তু বাবা তো আর নেই, তাই বিশেষ এই দিনটিতে বাবাকে স্মরণ করে ওয়ার্ন কন্যার আবেগাপ্লুত ইনিস্ট্রাগ্রাম পোস্ট।
নিজের ইনিস্ট্রাগ্রাম প্রোফাইলে মোট ছবি পোস্ট করেছেন ৭ টি।৬টি তাঁর ছোটবেলায় বাবার আদরে মাখা, স্নেহে জড়ানো ছয়টি মুহূর্তের। শেষের ছবিটি শুধুই তাঁর বাবার – হাসিমুখে দাঁড়িয়ে। ব্যাকগ্রাউন্ডে গান বাজছে, এড শিরানের ‘ভিজিটিং আওয়ার’ গানটির প্রথম পংক্তিটিই আবেগে টোকা দিয়ে যায় – ‘শুধু যদি স্বর্গে ভিজিটিং আওয়ার থাকত!
পোস্টের ক্যাপশনে লেখা – ‘স্বর্গীয় জন্মদিনের শুভেচ্ছা, বাবা। তোমাকে এত্ত ভালোবাসি! আজকের দিনটি সব সময়ই তোমার স্পেশাল দিন হয়ে থাকবে।’