ছয় বাংলাদেশী ক্রিকেটার ‘দ্যা হান্ড্রেড’ এর প্লেয়ার্স ড্রাফটে

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

‘দ্যা হান্ড্রেড’ এর প্রথম আসরে ১৬৫ বিদেশী ক্রিকেটারের নাম উঠবে প্লেয়ার্স ড্রাফটে। বাংলাদেশ,আফগানিস্তান, আয়ারল্যান্ড, নেপাল সহ মোট ১১ দেশের ক্রিকেটারের নাম উঠবে ‘দ্যা হান্ড্রেড’ এর নিলামে। তবে বিগব্যাশ খেললেও এই টুর্নামেন্টে থাকছেন না এবি ডি ভিলিয়ার্স।

অবসরের ঘোষণা দিয়ে এই টুর্নামেন্টে অংশ নিতে পারেন ভারতের হরভজন সিং। তিনি আছেন প্লেয়ার্স ড্রাফটে। মূলত ভারতীয় ক্রিকেটাররা বিদেশী লীগ খেলার অনুমতি পান না।

৮ জন ক্রিকেটারের রিজার্ভ প্রাইস থাকছে সর্বোচ্চ (১ লাখ ২৫ হাজার পাউন্ড)। এই তালিকায় আছে বেশ বড় বড় নাম। স্টিভ স্মিথ, মিচেল স্টার্ক, ডেভিড ওয়ার্নার, কুইন্টন ডি কক, লুঙ্গি এনগিডি, কাগিসো রাবাদা, লাসিথ মালিঙ্গা ও ক্রিস গেইল।

এর পরেই হরভজন সিং, আন্দ্রে রাসেল, গ্লেন ম্যাক্সওয়েল, রাশিদ খান, সাকিব আল হাসান, তামিম ইকবাল, স্বন্দ্বীপ লামিচানে, শহীদ আফ্রিদি, ডোয়াইন ব্রাভো, সুনীল নারাইন, কাইরন পোলার্ড সহ ১৭ বিদেশী ক্রিকেটারের রিজার্ভ প্রাইস ধরা হয়েছে ১ লাখ পাউন্ড।

এর পরের ধাপে ডেল স্টেইন, বাবর আজম, মার্কাস স্টয়নিস, মোহাম্মদ হাফিজদের ভিত্তি মূল্য ৭৫ হাজার পাউন্ড। নিকোলাস পুরান, মার্টিন গাপটিল, ফাহিম আশরাফ, শাহীন শাহ আফ্রিদিদের ভিত্তি মূল্য ধরা হয়েছে ৬০ হাজার পাউন্ড। তবে ইমাদ ওয়াসিম, ডি’অর্চি শর্ট, এভিন লুইস, মিচেল সান্টনারদের ভিত্তি মূল্য থাকবে ৫০ হাজার পাউন্ড। পেরারাদের ভিত্তি মূল্য ধরা হয়েছে আরো কম। থিসারা পেরেরা, লিন্ডল সিমন্স, অ্যালেক্স ক্যারি, শিমরন হেটমেয়ারদের ভিত্তি মূল্য নির্ধারণ করা হয়েছে ৪০ হাজার পাউন্ড। আর বাকি ৬৭ জন ক্রিকেটারের কোন নির্ধারিত ভিত্তি মূল্য থাকছে না।

নিলামে বাংলাদেশ থেকে থাকছেন : সাকিব আল হাসান, তামিম ইকবাল, মুশফিকুর রহিম, মুস্তাফিজুর রহমান, মোহাম্মদ মিঠুন ও মোহাম্মদ সাইফউদ্দিন।

আগামী ২০ অক্টোবরে অনুষ্ঠিত হবে দ্যা হান্ড্রেডের প্রথম নিলাম। যেখানে প্রতিটি দল মাত্র ১০০ সেকেন্ড করে পাবে প্রতিটা প্লেয়ার দলে নিতে। দলগুলো সর্বোচ্চ ৩ জন করে বিদেশী প্লেয়ার দলে নিতে পারবে।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »