নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
ছয় বছর পর বিগ ব্যাশে দেখা যাবে সময়ের সেরা অজি ব্যাটসম্যান স্টিভেন স্মিথ’কে। স্মিথ শেষ বারের মতো ২০১৪ সালে বিগ ব্যাশ খেলেছিলেন সিডনি সিক্সার্সের। তবে এবারের আসরে পুনরায় সিডনি সিক্সার্সের হয়ে দেখা যাবে তাকে।
এখন পর্যন্ত স্টিভেন স্মিথ বিগ ব্যাশে চারটি আসরে অংশগ্রহণ করেছেন। প্রতিটি সিজনে সিডনি সিক্সার্সের হয়ে খেলেন তিনি, তাছাড়া চার সিজনে সিক্সার্সের অধিনায়ক ছিলেন এ ডানহাতি ব্যাটসম্যান। স্মিথের নেতৃত্বে ২০১১-১২ বিগ ব্যাশ আসরে চ্যাম্পিয়ন হয় সিক্সার্স ।
স্টিভেন স্মিথ এক সাক্ষাৎকারে বলেন, ‘যখন সূচিটি দেয়া হল, আমি দেখলাম আবারো সিক্সার্সের জার্সি পরার সুযোগ আছে। আমি সুযোগটি নিয়েছি এবং জানুয়ারিতে জাতীয় দলের সিরিজ শেষে সিক্সার্সের সঙ্গে যোগ দিতে মুখিয়ে আছি।’
ইতিমধ্যে সিডনি সিক্সার্সের অফিসিয়াল ফেইসবুক পেইজে স্টিভেন স্মিথের যোগ দেওয়ার বিষয় প্রকাশ করা হয়েছে। এখন পর্যন্ত সিক্সার্সের হয়ে ২০টি ম্যাচ খেলেছেন স্মিথ। যেখানে ১২৪ স্ট্রাইক রেট, ৩১ গড়ে ৪৯৯ রান করেছেন তিনি। যেখানে ৪টি হাফ সেঞ্চুরি আছে তার। উল্লেখ্য, ১৮ ডিসেম্বর পার্থ স্কর্চারদের বিপক্ষে মুখোমুখি হবে স্মিথের সিডনি সিক্সার্স।