ছুটি না কাটিয়ে অনুশীলনে ব্যস্ত তামিম ইকবাল

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

ইংল্যান্ডে অনুষ্ঠেয় চলমান আইসিসি বিশ্বকাপটা প্রত্যাশা অনুযায়ী শেষ করতে পারেননি তামিম ইকবাল। ব্যাটিংয়ে নিজেকে যেন হারিয়ে খুজছিলেন দেশসেরা ওপেনার। বিশ্বকাপে খেলা ৮ ইনিংসে ২৯.৩৭ গড়ে মাত্র একটি ফিফটিতে ২৩৫ রান করেছেন তিনি। যা তার নামের পাশে বড্ড বেমানান।

এই বিশ্বকাপে বাংলাদেশ দল থেকে শুরু করে টাইগার সমর্থকদেরও প্রত্যাশা ছিলো অনেক বেশি। সেই প্রত্যাশা পূরণে ব্যর্থ খান সাহেব। এজন্য তিনি নিজেও অনুতপ্ত। আর তাইতো দেশে ফিরেই হাতে তুলে নিয়েছেন ব্যাট। নেমে পড়েছেন অনুশীলনে।

মঙ্গলবার মিরপুর ইনডোর স্টেডিয়ামে বেশ কিছুক্ষণ ব্যাটিং অনুশীলন করেন তামিম। এ সময় তাকে সাবলীলভাবেই ব্যাটিং করেন তামিম ইকবাল।

এদিকে চলতি মাসের শেষদিকে স্বাগতিক শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে বাংলাদেশ। গুঞ্জন উঠেছে ঐ সিরিজে বিশ্রাম পেতে পারেন সাকিব আল হাসান ও মাহমুদউল্লাহ রিয়াদ। তাদের অনুপস্থিতিতে দলের ব্যাটিং অর্ডার দেখভালের মূল দায়িত্ব পালন করতে হবে তামিমকেই।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »