নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
ছুটি কাটিয়ে দেশে ফিরেছেন বাংলাদেশ জাতীয় দলের প্রধান কোচ চন্দিকা হাথুরু সিংহে। বুধবার (০৯ আগস্ট) দুপুর সোয়া ১টায় শ্রীলঙ্কান এয়ারলাইন্সে করে ঢাকায় এসে পৌছান তিনি। ৭ কিংবা ৮ আগস্ট ঢাকা আসার কথা ছিলে হাথুরুসিংহের।
হাথুরু ঢাকায় পৌঁছালেও জাতীয় দলের এশিয়া কাপের আনুষ্ঠাকি প্রস্তুতি কবে শুরু হবে সেটা ঠিক হয়নি। অধিনয়াক সমস্যার সমাধানই করা সম্ভব হয়নি। বিসিবির সিনিয়র পরিচালক ও ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান জালাল ইউনুস জানিয়ছেন, ১২ আগস্ট এসিসির বেঁধে দেয়া সময়ের আগেই এশিয়া কাপের অধিনায়ক ও দল ঘোষণা করা হবে।
স্কোয়াডের সঙ্গে অধিনায়করে নাম ও ঘোষণা করবে বিসিবি। আপাততো দল ঘোষণার আগে জাতীয় দলের অনুশীলন শুরু হওয়ার কোনো সম্ভাবনা নেই। এর আগ পর্যন্ত ব্যক্তিগত অনুশীলন চলবে।
আরএ/নিউজক্রিকেট২৪