ছিটকে গেলেন অ্যান্ডারসন

https://scontent.fdac4-1.fna.fbcdn.net/v/t1.0-9/36386236_2027432020601594_1928619179817041920_n.jpg?_nc_cat=104&_nc_eui2=AeFY40879vpUlXD3TvLuwunYiYPt9keMWugjnmsYPL9A2_cQ-azY1GmWWQy36LFNFzNLAU2kdDYB9vV9Qwdjt7cfxuFbw0DGkcoiJ24B4pOm6Q&_nc_ht=scontent.fdac4-1.fna&oh=926e9b4229d9f6e3ffd66fe5510e3767&oe=5D672D33 »

ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে অ্যাশেজের দ্বিতীয় ম্যাচ থেকে ছিটকে গেছেন ইংলিশ পেসার জেমস অ্যান্ডারসন। এজবাস্টনে সিরিজের প্রথম টেস্টে মাত্র ৪ ওভার বল করার পরই আর মাঠে থাকতে পারেননি তিনি।

এজবাস্টনে অজিদের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টের শুরুর দিকেই কাফ মাসলের ইনজুরিতে পড়ে মাঠ ছেড়েছেন অ্যান্দারসন। এমআরআই করার পর পর জানা গিয়েছে আগামী ১৪ তারিখ থেকে শুরু হতে যাওয়া লর্ডস টেস্টে খেলতে পারবেন না তিনি। কবে নাগাদ সুস্থ হবেন সেটাও জানা যায়নি নিশ্চিতভাবে।

এদিকে অ্যান্ডারসনের ইনজুরিতে সুযোগ হয়ে এসেছে জোফরা আর্চারের। লর্ডস টেস্ট দিয়েই সাদা পোশাকে অভিষেক হতে পারে এই পেসারের। অ্যাশেজের শুরুর দিকে ইনজুরিতে থাকায় মাঠে নামতে পারেননি আর্চার। তবে ঘরোয়া লিগে সম্প্রতি খেলেছেন তিনি। যেখানে বল করতেও দেখা গেছে তাকে। তাই লর্ডস টেস্ট দিয়েই সাদা পোসাকে অভিষেক হতে পারে তার।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »