নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
২০২৩ টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাই পর্বে অংশ নিতে আজ (বৃহস্পতিবার) বিকেলের একটি ফ্লাইটে সংযুক্ত আরব আমিরাতের উদ্দেশ্যে দেশ ত্যাগ করেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল।
বাছাই পর্বে চ্যাম্পিয়ন হয়েই ২০২৩ টি-টোয়েন্টি বিশ্বকাপের কোয়ালিফাই করতে চান বাঘিনীদের নেত্রী নিগার সুলতানা জ্যোতি।
আমিরাতের বিমানে উঠার আগে বিসিবি আয়োজিত সংবাদ সম্মেলনে নিগার সুলতানা জানান: আমাদের প্রথম লক্ষ্য অবশ্যই কোয়ালিফাই করা। অবশ্যই আমরা বাছাইপর্বে চ্যাম্পিয়ন হতে চাই। আমরা যদি একটা দল হয়ে খেলতে পারি এবং ব্যাটসম্যানরা নিজেদের কাজটা ঠিকঠাক করতে পারে, আমাদের বোলিং শক্তিটা যদি ঠিকভাবে দেখাতে পারি, তাহলে আমরা কোয়ালিফাই করতে পারবো।
আত্মবিশ্বাসের স্বরে জ্যোতি আরো যোগ করেন: আমাদের এই দলটা দীর্ঘদিন একসঙ্গে খেলছে। তাই সবাই সবার খেলাটা সম্পর্কে জানি৷ নিজেদের ওপর বিশ্বাস আছে।
২০২৩ টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিতে এবারও বাছাইপর্ব উতরাতে হবে বাংলাদেশকে। আগামী ১৪ই বাছাইপর্বের মিশন শুরু হচ্ছে বাঘিনীদের।
বাংলাদেশ রয়েছে গ্রুপ ‘এ’ তে। সেখানে টাইগ্রেসদের প্রতিপক্ষ আয়ারল্যান্ড, স্কটল্যান্ড ও যুক্তরাষ্ট্র।
‘বি’ গ্রুপে আছে থাইল্যান্ড, জিম্বাবুয়ে, পাপুয়া নিউ গিনি ও সংযুক্ত আরব আমিরাত।
বাংলাদেশের প্রথম প্রতিপক্ষ আয়ারল্যান্ড, ম্যাচটি হবে ১৮ সেপ্টেম্বর। পরদিনই বাংলাদেশ মাঠে নামবে স্কটল্যান্ডের বিপক্ষে। ২১ সেপ্টেম্বর বাংলাদেশের প্রতিপক্ষ যুক্তরাষ্ট্র।