চ্যাপম্যানের সেঞ্চুরিতে নিউজিল্যান্ডের বড় জয়

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

স্কটল্যান্ডের বিপক্ষে রোববার একমাত্র ওয়ানডেতে কিউইদের জয় ৭ উইকেটে। এডিনবরায় ৩০৭ রানের লক্ষ্য কিউইরা স্পর্শ করে ২৫ বল হাতে রেখে।

চার নম্বরে নেমে ৭৫ বলে ৭ ছক্কা ও ৬ চারে অপরাজিত ১০১ রানের ইনিংস খেলে ম্যাচের সেরা চ্যাপম্যান।

৭ ওয়ানডের ক্যারিয়ারে ২৮ বছর বয়সী ব্যাটসম্যানের দ্বিতীয় সেঞ্চুরি এটি। দুই সেঞ্চুরির মাঝে কেটে গেছেও প্রায় ৭ বছর!

২০১৫ সালে তিনি অভিষেকেই খেলেছিলেন অপরাজিত ১২৪ রানের ইনিংস। সেটি ছিল অবশ্য তার জন্মভূমি হংকংয়ের হয়ে। কিউই বাবার সূত্রে পরে নিউ জিল্যান্ডকে প্রতিনিধিত্ব করার সিদ্ধান্ত নেন তিনি।

চ্যাপম্যানের সঙ্গে ১৩১ বলে অবিচ্ছিন্ন ১৭৫ রানের জুটির পথে ৭৪ রান করেন মিচেল। তার ৬২ বলের ইনিংস গড়া ৮ চার ও একটি ছক্কায়।

ফিফটি আসে ফিন অ্যালেনের ব্যাট থেকেও। আরেক ওপেনার মার্টিন গাপটিল ৩ রানের জন্য পাননি সেই স্বাদ।

স্কটিশরা তিনশ ছাড়ানো পুঁজি পায় মূলত মাইকেল লিস্কের ঝড়ো ইনিংসের সৌজন্যে। ৫৫ বলে ৯ চার ও ৪ ছক্কায় ক্যারিয়ার সেরা ৮৫ রান করেন তিনি। ৫৮ বলে ৫৩ রান করেন ম্যাথু ক্রস।

টস জিতে ব্যাটিংয়ে নেমে ৪৬ রানের উদ্বোধনী জুটির পথে স্কটল্যান্ডের সাবেক অধিনায়ক কাইল কোয়েটজার করেন ২২ রান। আরেক ওপেনার মাইকেল জোন্স ৫০ বলে করেন ৩৬।

ক্যালাম ম্যাকলয়েড, রিচি বেরিংটন ও ম্যাথু ক্রস টিকতে পারেননি। ১০৭ রানে ৫ উইকেট হারিয়ে চাপে পড়া দলকে কক্ষপথে ফেরান লিস্ক ও ক্রস। ষষ্ঠ উইকেটে দুই জনে গড়েন ৯২ রানের জুটি।

ক্রসকে ফিরিয়ে জুটি ভাঙেন মিচেল। মার্ক ওয়াটের সঙ্গে আরেকটি পঞ্চাশোর্ধ জুটিতে সেঞ্চুরির সম্ভাবনা জাগিয়ে লিস্ক বিদায় নেন ক্যাচ দিয়ে। এরপর সাফওয়ান শরিফের ২৯ বলে ২৮ রানের সুবাদে তিনশ ছাড়ায় স্বাগতিকদের সংগ্রহ।

৪৩ রানে ৩ উইকেট নিয়ে নিউ জিল্যান্ডের সফলতম বোলার মাইকেল ব্রেসওয়েল।

বড় রান তাড়ায় ৭৮ রানের উদ্বোধনী জুটিতে সুর বেঁধে দেন অ্যালেন ও গাপটিল। ফিফটির পরই অ্যালেন (৪৮ বলে ৫০) ক্যাচ দেন বাঁহাতি স্পিনার হামজা তাহিরের বলে।

গাপটিল ৫৩ বলে ৪৭ রান করে এলবিডব্লিউ হন লিস্কের বলে। এই অফ স্পিনিং অলরাউন্ডার নিজের পরের ওভারে ড্যান ক্লিভারকেও ফিরিয়ে দিলে আশা জাগে স্কটল্যান্ড শিবিরে।

তবে চ্যাপম্যান ও মিচেল আর কোনো সুযোগই দেননি স্কটিশদের। মিচেল পঞ্চাশে পা রাখেন ৪১ বলে, চ্যাপম্যানের লাগে ৪৬ বল।

এক পর্যায়ে নিউ জিল্যান্ডের জয়ের জন্য যখন দরকার আর ৭ রান, সেঞ্চুরির জন্য চ্যাপম্যানের চাই ৫। ক্রিস সোলের বলে পরপর দুটি ডাবলের পর সিঙ্গেল নিয়ে কাঙ্ক্ষিত ঠিকানায় পৌঁছান তিনি। দলের জয়ে তুলির শেষ আঁচরটাও দেন তিনিই।

স্কটল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টিতে চ্যাপম্যান ৪৪ বলে খেলেছিলেন ৮৩ রানের খুনে ইনিংস। এবার এই সেঞ্চুরিতে আরেকবার নায়ক তিনি।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »