চূড়ান্ত হলো অস্ট্রেলিয়া দলের বাংলাদেশ সফর!

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

নির্ধারিত সময় অনুযায়ী ২টি টি-টোয়েন্টি ম্যাচ খেলতে আগামী মাসেই বাংলাদেশ আসার কথা ছিলো অস্ট্রেলিয়ার। এর সাথে ২টি টেস্ট ম্যাচের সূচিও চূড়ান্ত হয়েছিলো। যা অনুষ্ঠিত হওয়ার কথা ছিলো ২০২০ সালের ফেব্রুয়ারি মাসে। তবে এ দুটি সিরিজই পিছিয়ে দেওয়া হলো। টি-টোয়েন্টি সিরিজটি আগামী মাসের বদলে, ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপের আগ মুহূর্তে আর টেস্ট সিরিজটি আগামী বছরের ফেব্রুয়ারি মাসের বদলে জুন মাসে অনুষ্ঠিত হবে বলে চূড়ান্ত হয়েছে। টি-টোয়েন্টি সিরিজে দুটি ম্যাচ খেলার কথা থাকলেও, বিসিবির শর্ত অনুযায়ী দুটির বদলে তিনটি ম্যাচ আয়োজন হবে।
কয়েকদিন আগেই বিসিবির অপারেশন্স কমিটির চেয়ারম্যান আকরাম খান বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ পিছিয়ে যাওয়ার ব্যাপারে কথা বলেন। আকরাম খান গণমাধ্যম কর্মীদের জানান, “আগামী বছরের ফেব্রুয়ারিতে অস্ট্রেলিয়া দলের বাংলাদেশ সফরে আসার কথা ছিলো, যেখানে দুই টেস্ট ম্যাচ খেলার কথা ছিলো। সেটি এখন পরিবর্তন হয়ে ২০২০ সালের জুন-জুলাইতে হবে। আসছে অক্টোবরে দুটি টি-টোয়েন্টি খেলতে অস্ট্রেলিয়ার বাংলাদেশে আসার কথা থাকলেও এখন তারা তিনটি টি-টোয়েন্টি খেলতে রাজি হয়েছে আর সেটি ২০২১ সালে ভারতে অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে।”
আকরাম খানের পর এবার আনুষ্ঠানিক ভাবে বাংলাদেশ সফর পিছিয়ে দেওয়ার খবরটি নিশ্চিত করলো ক্রিকেট অস্ট্রেলিয়া। এ সফর পেছানোর পর, এ নিয়ে কথা বলেছেন অস্ট্রেলিয়ার পরিচালনা বিভাগের প্রধান পিটার রোচ। তিনি এ সময় বলেন, “আমরা ২০২০ সালে বাংলাদেশ সফরে যাচ্ছি বলে আনন্দিত। দুই দেশের বোর্ডই অনুভব করছে নির্ধারিত সময়ে দুই ম্যাচ টেস্ট সিরিজটি অনুষ্ঠিত না হয়ে পরিবর্তিত সূচিতে হওয়ায় সুবিধাজনক হবে।”
উল্লেখ্য, ক্রিকেট অস্ট্রেলিয়ার আগামী বছরের শুরুর দিকের ব্যস্ততাই, সিরিজের সময় সূচি বদলানোর মূল কারণ।
নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »