মোহাম্মদ সোহেল »
সমগ্র বিশ্বে করোনা ভাইরাস মহামারী আকার ধারণ করায় থেমে আছে মাঠের ক্রিকেট। আর তাতে বেকার হয়ে গিয়েছে বিশ্বের সকল ক্রিকেটার। বিসিবির চুক্তিবদ্ধ নন এমন ৯৬ ক্রিকেটার যাদের রুটি-রুজির মূল উৎস দেশের ঘরোয়া ক্রিকেট। লীগ পর্যায়ের সকল ধরণের ক্রিকেট বন্ধ থাকায় আর্থিক সঙ্কটে পড়েছেন তারা।
তাই বিসিবি এগিয়ে এসেছে তাদের সাহাযার্থে। গত ২৮ শে মার্চ বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন ঘোষণা দিয়েছিলেন যে, ঢাকা লীগ খেলা ক্রিকেটাররা এককালীন ৩০,০০০ টাকা করে পাবেন। তিনি বলেন, ‘ ঢাকা লীগ খেলা ১২ টি ক্লাবের ৯৬ ক্রিকেটার যারা বিসিবির চুক্তিবদ্ধ নয় তারা পাবে এই টাকা।‘
বৃহস্পতিবার সিসিডিএম ১২টি ক্লাবের প্রতিনিধির কাছে চেক বুঝিয়ে দেবার জন্য প্রস্তুত ছিলো। তবে তবে ১২টি ক্লাবের মধ্যে থেকে মাত্র ৫টি ক্লাব টাকা নিয়েছে বাকি ৭টি ক্লাব চেক নিতে আসেনি। যে ক্লাবগুলো টাকা নিয়েছে সেগুলো হলো: ব্রাদার্স , পারটেক্স, শেখ জামাল ধানমন্ডি ক্লাব, প্রাইম দোলেশ্বর, খেলাঘর। ক্লাব কর্মকর্তাদের বাহিরে ব্যক্তিগতভাবে ১০-১২ জন ক্রিকেটার চেক নিয়ে গিয়েছেন বলে জানিয়েছেন প্রিমিয়ার ডিভিশনের কো-অর্ডিনেটর আমিন খান।
বিসিবি ১২টি ক্লাবের মোট বাছাইকৃত ৯৬ ক্রিকেটারকে অনুদান দিয়েছেন। ৯৬ জন ক্রিকেটারদের মধ্যে সবচেয়ে বেশি অনুদান প্রাপ্ত ক্রিকেটার হচ্ছেন ব্রাদার্স ইউনিয়নের। ব্রাদার্স ইউনিয়নের মোট ১৪ জন ক্রিকেটার অনুদান পাচ্ছেন। বৃহস্পতিবার মোট ৫০টি চেক হস্তান্তর করা হয়েছে বলে জানান প্রিমিয়ার ডিভিশনের কো অর্ডিনেটর আমিন খান। তবে বাকি চেকগুলো সিসিডিএম থেকে ক্লাব কর্মকর্তারা সরাসরি এসে তুলে নিতে পারবে অথবা ক্রিকেটাররা ব্যক্তিগতভাবে উত্তোলন করতে পারবে।