নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
২০২২ প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে (ডিপিএল) ক্রিকেটারদের দল-বদলের প্রথম দিনে আজ (২ মার্চ) অনুষ্ঠিত হয়েছে। আর এদিন সিসিডিএমে এসে লিজেন্ডস অব রূপগঞ্জের হয়ে খেলার জন্য নাম লেখান মাশরাফী।
দলবদল করার সময় মাশরাফী বলেছেন, আগামীকাল সকালে ভারতের উদ্দেশে রওনা হবেন। চিকিৎসা শেষে আগামী ১৪ মার্চ দেশে ফিরবেন বলেও জানিয়েছেন মাশরাফী।
এ নিয়ে মাশরাফী বলেছেন,”অস্ত্রোপচার করাতেই হবে। তবে এখনই করব কি না, সেটি নির্ভর করছে চিকিৎসকের সিদ্ধান্তের ওপর। অস্ত্রোপচার লাগবেই। এবারই করাব নাকি পরে সেটি ডাক্তারের সময় সুযোগ অনুযায়ীই হবে। অস্ত্রোপচার হলে এক মাস বিশ্রামে থাকতে হবে।”