https://scontent.fdac4-1.fna.fbcdn.net/v/t1.0-9/36386236_2027432020601594_1928619179817041920_n.jpg?_nc_cat=104&_nc_eui2=AeFY40879vpUlXD3TvLuwunYiYPt9keMWugjnmsYPL9A2_cQ-azY1GmWWQy36LFNFzNLAU2kdDYB9vV9Qwdjt7cfxuFbw0DGkcoiJ24B4pOm6Q&_nc_ht=scontent.fdac4-1.fna&oh=926e9b4229d9f6e3ffd66fe5510e3767&oe=5D672D33 »
অস্ট্রেলিয়ার ব্যাটসম্যান স্টিভেন স্মিথ শুধু মাঠেই ব্যাট হাতে সফল নন। মাঠের বাইরেও যে অন্যতম সফল ব্যক্তি সেটা বুঝা গেল এবার। গত চার বছরে স্মিথের পকেটে ঢুকেছে ১২.১৮ মিলিয়ন বা ১২১ লাখ ডলার!
স্মিথের এই ব্যবসা শুরু হয় ২০১৫ সালে। অস্ট্রেলিয়ার এক অখ্যাত ম্যাট্রেস কোম্পানি কোয়ালার সাথে চুক্তি করেন স্টিভেন স্মিথ। যেখানে ১০ শতাংশ শেয়ার কেনার পাশাপাশি কোম্পানিটির ব্র্যান্ড অ্যাম্বাসেডরও নির্বাচিত হন তিনি। মাঠের ক্রিকেটে পরিচিত এই তারকা তার খ্যাতিকে কাজে লাগিয়ে এগিয়ে নিয়ে যেতে থাকে কোম্পানিকে।
২০১৫ সালের জুলাই মাস থেকে ২০১৯ সালের জুলাই মাস পর্যন্ত কোম্পানিটি ২ লাখ গ্রাহক ভেড়াতে সক্ষম হয়েছে যেখানে কোম্পানিটির মূল্য পৌঁছে গেছে ১৫০ মিনিয়ন ডলারে!
কোম্পানিটিতে স্মিথের শেয়ারের মূল্য তাই দাঁড়িয়েছে ১২১ লাখ ডলারে। শুধু তাই নয়, প্রতিস্টহানে তার সম্পদের মূল্যও ৩১ মিলিয়ন ডলার।