চার বছর পর এনসিএলে ফিরছেন তামিম-মুশফিক-মাহমুদউল্লাহরা

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

চার বছরের বিরতি কাটিয়ে আসন্ন এনসিএলে ফিরছেন বাংলাদেশ জাতীয় দলের সিনিয়র তিন ক্রিকেটার। এনসিএল চলাকালীন সময়ে জাতীয় দলের ম্যাচ শিডিউল কিংবা বাইরের ফ্র‍্যাঞ্চাইজি লিগের কারনে দেশের ঘরোয়া ক্রিকেটের অন্যতম আসর এনসিএল থেকে প্রায় চার বছর দূরে ছিলেন তামিম-মুশফিক ও মাহমুদুল্লাহরা। ২০১৫ সালে শেষবার এনসিএলে দেখা গিয়েছিল এই তিন সিনিয়রকে।

এনসিএলের এবারের আসর আগামী ৫ই অক্টোবর থেকে শুরু হওয়ার কথা থাকলেও সময়টা আরো দুইদিন বাড়িয়ে আগামী ৭ই অক্টোবর থেকে শুরু করার একটি প্রস্তাব উঠেছে। যদিও এখনো কোন ধরনের সিদ্ধান্ত বিসিবি থেকে জানানো হয়নি। আগামীকাল (২৯ সেপ্টেম্বর) বোর্ড মিটিং শেষে জানা যাবে কোন দিন হতে মাঠে গড়াবে এবারের এনসিএল।

উল্লেখ্য, তামিম,মুশফিক, মাহমুদউল্লাহরা ৪ বছর পর এনসিএলে ফিরলেও এবারের আসরেও এনসিএলে ফেরা হবে না দলের আরেক সিনিয়র ক্রিকেটার সাকিব আল হাসানের। ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ সিপিএল খেলতে দেশের বাইরে অবস্থান করায় আসন্ন আসরেও সাকিবকে দেখা যাবে না এনসিএলে।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »