চার দিনের টেস্ট চান না খোদ আইসিসি সদস্য

ইমতিয়াজ চৌধুরী »

ক্রিকেটের অভিজাত ফরম্যাট টেস্ট। এই টেস্টকে পাঁচ দিন থেকে চার দিনে কমিয়ে আনার জোর গুঞ্জন চলছে আইসিসি পাড়ায়। এ নিয়ে ক্রিকেট দুনিনায় বইছে আলোচনা-সমালোচনার ধুম। একদল চার দিনের টেস্ট চাইলেও এ সিদ্ধান্তে নারাজ বর্তমান ও সাবেক তারকা ক্রিকেটারসহ অনেকেই।

এবার খোদ আইসিসি সদস্যই চান না চার দিনের টেস্ট। মাহেলা জয়াবর্ধনে জানিয়েছেন, ‘পাঁচ দিনের টেস্টেই আমার সমর্থন এবং এটাই হওয়া উচিৎ। আমি কোনো পরিবর্তন চাই না।’

জানা গেছে, জয়াবর্ধনে এবং আইসিসি ক্রিকেট কমিটির বাকী সদস্যরা মার্চের শেষে দুবাইয়ে বৈঠক করবেন, যেখানে বিতর্কে জড়িতদের মধ্যে টেস্টের দৈর্ঘ্য চার দিনে কমিয়ে আনার বিষয়ে আলোচনা করবেন।

মুষ্টিমেয় প্রভাবশালী বর্তমান ও অবসরপ্রাপ্ত ক্রিকেটাররা এই প্রস্তাবকে সমর্থন করলেও, অধিকাংশই পাঁচ দিনের টেস্টের পক্ষে। সম্প্রতি ভারতীয় তারকা শচীন-কোহলিসহ চার দিনের টেস্ট বিরোধীদের অবস্থান বেশ শক্ত হয়েছে।

শ্রীলঙ্কার সাবেক অধিনায়ক জয়াবর্ধনে পিটিআইকে বলেছেন, ‘আমরা বৈঠকে এটি নিয়ে আলোচনা করব, এবং তার পরে কী হবে তা আমি জানি না। তবে আমার ব্যক্তিগত মতামতটি পাঁচ দিন থাকা উচিৎ।’

উল্লেখ্য; ক্রিকেট অস্ট্রেলিয়া এবং ইসিবি উভয়ই নবগঠিত ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের মধ্যে চার দিনের টেস্ট প্রবর্তনের সমর্থনের ইঙ্গিত দিয়েছে। তবে এই প্রস্তাবের ঘোর বিরোধী দক্ষিণ আফ্রিকা (ডেইলি মেইল)।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »