চাপ অনুভব করিনি, নিজের শতভাগ দিয়েছিঃ রানা

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

শেষ বিপিএলে খেলেছিলেন চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের হয়ে। টুর্নামেন্টে সেবার দুর্দান্ত বোলিং করলেও খেলা হয়নি ফাইনালে। এবার ফরচুন বরিশালের হয়ে ফাইনালে উঠতে পারার খুশী তিনি। গত আসরের মত এবারও যথারীতি বল হাতে কুড়াচ্ছেন প্রশংসা।

গতকাল সোমবার (১৪ ফেব্রুয়ারি) প্রথম কোয়ালিফায়ারে কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছে বরিশাল। ম্যাচ জয়ে বড় অবদান মেহেদী হাসান রানার। ম্যাচ শেষে রানা জানালেন, নিজের সামর্থ্য নিয়ে কোনো সন্দেহ ছিল না তার, আর তাই ডেথ ওভারে বল হাতে নেওয়ার সময় কোনো চাপও অনুভব করেননি।

রানা বলেন,”তেমন চাপ অনুভব করিনি। আগে বুঝতে হবে আমি কী, ঠিক আছে? আমার ভেতরে কী আছে সেটা আগে জানতে হবে। আমি নিজের শতভাগ দিয়েছি।”

রানার কাজ সহজ করে দিয়েছিল অধিনায়ক সাকিব আল হাসানের পরামর্শ। সেই সাথে বাকি সতীর্থদের সমর্থনে পেয়েছেন সাফল্য।

তিনি জানান,”সাকিব ভাই বলে দিয়েছিল কীভাবে বল করতে হবে এই উইকেটে। আমি সেভাবেই করেছি এবং সফল হয়েছি। পরিকল্পনা অনুযায়ী বোলিং করেছি। প্রস্তুতি বলতে… স্বাভাবিকই ছিলাম। মাঠে তো খেলবে ১১ জন, সবারই সাপোর্ট লাগবে। সবাই তা দিয়েছে।”

রানা মনে করেন, নিজের স্কিল আর সামর্থ্য তিনি গত বিপিএলেই দেখাতে পেরেছেন।

তার ভাষায়,”নিজেকে তৈরি করার তো কিছু নেই। গত বিপিএলেও নিজেকে প্রমাণ করেছি। এ বছরও ভালো হচ্ছে।”

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »