‘চাচার জোরে’! এই অপবাদ থেকে মুক্তি চান ইমাম!

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

পাকিস্তানের সাবেক অধিনায়ক ইনজেমাম-উল হকের ভাতিজা ইমাম-উল হক বর্তমানে পাকিস্তান জাতীয় ক্রিকেট দলের হয়ে প্রতিনিধিত্ব করছেন।ক্যারিয়ারের শুরু থেকে এখন পর্যন্ত ইমাম যেভাবে পারফরমেন্স করে আসছে তাতে করে খুব একটা খারাপ বলা যায় না ইমাম উল হকের সর্বশেষ ক্যারিয়ারকে।শেষ দুই বছরে পাকিস্তান ক্রিকেটকে ব্যাট হাতে মোটামুটি ভাল সেবা দিয়ে এসেছেন এই ওপেনার।এছাড়া ওয়ানডে ক্রিকেট ইতিহাসে দ্বিতীয় দ্রুততম এক হাজার রানের রেকর্ডটিও ইমাম উল হকের।

নিজের সেরাটা দিয়ে দলকে সেবা দেওয়ার পরও যখন স্বজনপ্রীতির অপবাদ শুনতে হয় তখন কেমন লাগে ইমামের? সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে রীতিমত আবেগ আপ্লুত হয়ে পড়েন তিনি। ইমাম-উল হক যখন জাতীয় দলে সুযোগ পায় তখনকার পাকিস্তান ক্রিকেট বোর্ড এর প্রধান নির্বাচকের দায়িত্বে ছিলেন ইমাম-উল হকের চাচা ইনজেমাম-উল হক।তাই অনেকের মতে স্বজনপ্রীতি দেখিয়ে এবং নিজের ক্ষমতার অপব্যবহার করে ভাতিজা ইমামকে জাতীয় দলে নিয়ে এসেছেন ইনজেমাম।আর তাই ভাল খেলার পরও চাচার জোরে জাতীয় দলে সুযোগ ও খেলছে এমন কষ্টদায়ক তকমা জুটেছে ইমাম-উল হকের।

স্বজনপ্রীতি ও চাচার জোরে দলে জাতীয় দলে খেলছেন ইমাম, এমন তকমা ও অপবাদ নিয়ে গন মাধ্যমকে নিজের অনুভুতি জানিয়েছেন ইমাম নিজেই।এই ব্যাপারে ইমাম জানান: “আমি ভাল করার পরও যখন মানুষ আমার সাথে আমার চাচার তকমা জুড়ে দেয় তখন আমার জন্য এটি খুবই বিষাদময়।আমি চাই তারা আমাকে আমার নামে চিনুক আমার নামে জানুক।
অনেকের মতে আমি আমার চাচার জন্য বাড়তি সুবিধা পাচ্ছি দলে, এই ধরনের কথা গুলো শুনে সত্যিই অনেক খারাপ লাগে।যারা এমনটা ভেবে থাকেন যে আমার চাচার জোরে আমি জাতীয় দলে খেলছি তাদের উদ্দেশ্যে বলবো আপনারা আগে আগে সত্যটা জানুন।
খারাপ ক্রিকেট খেললে কেউ জাতীয় দলের হয়ে প্রতিনিধিত্ব কররা ক্ষমতা রাখে না।চাচার-ভাতিজা তকমা থেকে আমাকে মুক্তি দিয়ে আপনারা আসল ইমাম উল হককে চিনুন আর জানুন।আমি আপনাদের নিকট এই তকমা হতে মুক্তি চাইছি।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »