https://scontent.fdac4-1.fna.fbcdn.net/v/t1.0-9/36386236_2027432020601594_1928619179817041920_n.jpg?_nc_cat=104&_nc_eui2=AeFY40879vpUlXD3TvLuwunYiYPt9keMWugjnmsYPL9A2_cQ-azY1GmWWQy36LFNFzNLAU2kdDYB9vV9Qwdjt7cfxuFbw0DGkcoiJ24B4pOm6Q&_nc_ht=scontent.fdac4-1.fna&oh=926e9b4229d9f6e3ffd66fe5510e3767&oe=5D672D33 »
পাঁচ বছর ধরে নিউজিল্যান্ড ক্রিকেট দলের ব্যাটিং কোচের দায়িত্ব পালন করে আসছেন নিউজিল্যান্ডের সাবেক খেলোয়াড় ক্রেইগ ম্যাকমিলান। পাঁচ বছরের মেয়াদে কিউই দলের ব্যাটিং কোচ হিসেবে বেশ সফল ছিলো ম্যাকমিলান। সর্বশেষ দুইটি বিশ্বকাপ ২০১৫ ও ২০১৯ এর বিশ্বকাপে নিউজিল্যান্ড দল ফাইনাল খেলেছিলো সেসময় তাদের ব্যাটিং কোচের দায়িত্ব পালন করেছেন ম্যাকমিলান।
ম্যাকমিলানের সাথে কিউইদের চুক্তি ছিলো এই বিশ্বকাপ পর্যন্তই। ৪২ বছর বয়সী এই কোচ তার সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে টুইট করে জানিয়েছেন যে, ‘ব্যাটিং কোচ হিসেবে ব্ল্যাক ক্যাপসদের সাথে কাজ করার মেয়াদ শেষ হয়েছে। গত পাঁচ বছরে আমি খেলোয়াড় ও স্টাফদের সাথে কাজ করে গর্বিত আমি। শীর্ষ পর্যায়ের এই দলটি তাদের দক্ষতা ও নম্রতা দিয়ে নিউজিল্যান্ডকে গর্বিত করেছে।’
যদিও ক্রেইগ ম্যাকমিলানের চুক্তি সবেমাত্র শেষ হলো। তবে চাকরি যে তিনি ছাড়ছেন তা তিনি চলতি বছরের ফেব্রুয়ারিতে জানিয়েছেন। তবে এখনো নিউজিল্যান্ড তাদের নতুন ব্যাটিং কোচ খোঁজার প্রক্রিয়া শুরু করেনি। ম্যাকমিলান নিউজিল্যান্ডের হয়ে ৫৫টি টেষ্ট, ১৯৭টি ওয়ানডে ও ৮টি টি-টোয়েন্টি খেলেছেন।