নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা গেছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক পেস বোলিং কোচ হিথ স্ট্রিক। মঙ্গলবার ভোরে ক্যান্সারের সঙ্গে যুদ্ধ করে ৪৯ বছর বয়সে না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন এই জিম্বাবুইয়ান। স্ট্রিক কোলন ও লিভার ক্যান্সারে আক্রান্ত ছিলেন। দীর্ঘ দিন ধরে তিনি জীবন মৃত্যুর সন্ধিক্ষণে বেঁচে ছিলেন।
হিথ স্ট্রিক ২০১৪ সাল থেকে ২০১৬ সাল পর্যন্ত বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের পেস বোলিং কোচের দায়িত্ব পালন করেছিলেন। মুস্তাফিজুর রহমান এবং তাসকিন আহমেদকে বিশ্বমঞ্চে নিয়ে আসার কারিগর ছিলেন স্ট্রিক। জিম্বাবুয়ের হয়ে টেস্টে ২০০ উইকেট শিকার করা একমাত্র বোলার স্ট্রিক। এমনকি তাদের হয়ে সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় সপ্তম স্থানে আছে তার নাম।
স্ট্রিক জিম্বাবুয়ের হয়ে ৬৫টি টেস্ট এবং ১৮৯টি একদিনের আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন। টেস্টে স্ট্রিকের উইকেট সংখ্যা ২১৬ আর ওয়ানডেতে ২৩৯। তার মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন সাবেক সতীর্থরা।
আরএ/নিউজক্রিকেট২৪