নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে নিউজিল্যান্ডের দেওয়া ২৪০ রানের লক্ষ্যে ব্যাট করছে ভারত। টার্গেট তাড়া করতে নেমে ৫ রানে ৩ উইকেট হারিয়ে শুরুতেই বিপদে পড়েছে ভারত। সাজঘরে ফিরে গেছেন রোহিত শর্মা, বিরাট কোহলি ও লোকেশ রাহুল।
রোহিত শর্মাকে আউট করে নিউজিল্যান্ড শিবিরে স্বস্তি এনে দেন ম্যাট হেনরি। ব্যাটিং নেমে কিছু বুঝে ওঠার আগে তৃতীয় ওভারে ট্রেন্ট বোল্টের বলে এলবিডব্লিউ হয়ে ফিরে যান বিরাট কোহলি। এ যাত্রায় রিভিও নিয়েও বাঁচতে পারেননি ভারতীয় অধিনায়ক।
চতুর্থ ওভারের প্রথম বলেই কটবিহাইন্ড হয়ে ম্যাট হ্যানরির দ্বিতীয় শিকার হয়ে সাজঘরে ফেরেন আরেক ওপেনার লোকেশ রাহুল। দলীয় ৩.১ ওভারে রোহিত-কোহলি-রাহুলের উইকেট হারিয়ে চরম বিপদে ভারত।
এদিকে বৃষ্টির কারণে গতকাল মঙ্গলবার যেখানে থেমেছিল আজ সেখান থেকেই শুরু হয়েছে খেলা। মঙ্গলবার বৃষ্টিতে খেলা বন্ধ হওয়ার আগে ৪৬.১ ওভার শেষে ব্ল্যাক ক্যাপসদের সংগ্রহ ছিল ৫ উইকেট হারিয়ে ২১১ রান।
আজ বুধবার খেলা শুরুর পর অবশিষ্ট ২৩ (৩.৫ ওভার) বলে ৩ উইকেট হারিয়ে ২৮ রান স্কোর বোর্ডে যোগ করে কেন উইলিয়ামসনের দল। ফলে ২৪০ রানের সহজ টার্গেট পায় দুই বারের বিশ্বচ্যাম্পিয়ন ভারত। কিন্তু এই সহজ টার্গেটও কঠিন হয়ে গেছে ব্যাটিং বিপর্যয়ে।