চতুর্থ টি২০ ম্যাচে মাঠে নামছে বাংলাদেশ, সম্ভাব্য একাদশ

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

জিম্বাবুয়ের বিপক্ষে ৫ ম্যাচ টি২০ সিরিজের চতুর্থ ম্যাচে আজ বিকেল ৬ টায় জিম্বাবুয়ের মুখোমুখি হবে বাংলাদেশ।

টানা তিন ম্যাচ জিতে আগেই সিরিজ নিশ্চিত করেছে বাংলাদেশ। তিন ম্যাচের জন্য আলাদা দল ঘোষণা করায় তিন ম্যাচ শেষে শেষ ২ ম্যাচের জন্য পুনরায় দল ঘোষণা করা হয়েছে। ফলে আজকের ম্যাচের একাদশে পরিবর্তন হবে একাধিক।

দলে ফিরেছেন সাকিব আল হাসান, সৌম্য সরকার ও মুস্তাফিজুর রহমান। তিনজনের আজকে একাদশে থাকা প্রায় নিশ্চিত। ফলে বাদ পড়বেন লিটন দাস, মাহেদী হাসান তানজিম সাকিব অথবা সাইফুদ্দিন।

বাংলাদেশের সম্ভাব্য একাদশ
তানজিদ তামিম, নাজমুল শান্ত, সৌম্য সরকার, সাকিব আল হাসান, তাওহীদ হৃদয়, মাহমুদউল্লাহ, জাকির আলী, রিশাদ হোসেন, তাসকিন, তানজিম সাকিব ও মুস্তাফিজুর রহমান।

সাইফুদ্দিন তিন ম্যাচেই খেলে ভালো বোলিং করায় তাকে রেস্ট দিয়ে গত ম্যাচে খেলানো তানজিমকে রাখা হবে একাদশে। আর সাইফুদ্দিনকে খেলালে বাদ পড়বেন তানজিম।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »