চট্টগ্রামে স্বস্তির বৃষ্টি

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

চট্টগ্রাম টেস্টের পঞ্চম দিনে কঠিন এক সমীকরণের সামনে দাঁড়িয়ে বাংলাদেশ। ৩৯৮ রানের বিশাল লক্ষ্যে খেলতে নেমে মাত্র ১৩৬ রানের ৬ উইকেট হারিয়ে বসেছে স্বাগতিকরা। শেষ দিনে টেস্ট জিততে প্রয়োজন আরো ২৬১ রান যেটা প্রায় অসম্ভব। অন্য দিকে প্রথম দিন থেকে চট্টগ্রাম টেস্টে ডমিনেট করা আফগানিস্তানের প্রয়োজন ৪ উইকেট।

তবে আশার কথা হলো চট্টগ্রামে সকাল থেকেই হচ্ছে মূসলধারে বৃষ্টি। আর এই বৃষ্টিই পারে টাইগারদেরকে নিশ্চিত পরাজয়ের লজ্জা থেকে বাঁচাতে। সেই সাতসকাল থেকে বৃষ্টি হচ্ছে মূসলধারে। এই প্রতিবেদন লেখা পর্যন্তও পড়ছে বৃষ্টি। কাল পুরো ওভার খেলা না হওয়ায় আজ নির্ধারিত সময়ের ৩০ মিনিট আগে খেলা শুরু হবার কথা থাকলেও বৃষ্টি কারণে প্রথম সেশনে খেলা মাঠে গড়াবে কি না সেটাই চিন্তার বিষয়। বাংলাদেশ সমর্থকদের জন্য এটা স্বস্তির খবর হলেও আফগানিস্তান শিবিরে এমন খবর মোটেও আনন্দের নয়।

এমন বৃষ্টির মধ্যেই সকাল সাড়ে আটটার দিকে স্টেডিয়ামে দুই দলের টিম বাস এসে পৌঁছেছে। আবহাওয়ার পূর্বাভাসে বলছে সকাল ১০ টার পর থেকে বৃষ্টি কিছুটা কমে আসতে পারে। আর জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের ড্রেনেজ ব্যবস্থা ভালো হওয়ায় বৃষ্টি কমে গেলে খেলা মাঠে গড়াতে বেশি দেরি হবে না। শেষ দিনে বাংলাদেশের প্রয়োজন ২৬১ রান। আর আফগানিস্তানের প্রয়োজন শেষ ৪ টি উইকেট। টাইগার দলপতি সাকিব এখনো আছেন অপরাজিত, তার আরেক সঙ্গী সৌম্য সরকার।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »