নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
বাংলাদেশ প্রিমিয়ার লিগে বড় জয় পেয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। শুক্রবার (০২ ফেব্রুয়ারি) দিনের দ্বিতীয় ম্যাচে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সকে ৭ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে লিটন দাসের কুমিল্লা।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে তানভীর ইসলামের দারুণ বোলিংয়ে ১৬.৩ মাত্র ৭২ রানে অলআউট হয় চট্টগ্রাম। টম ব্রুস সর্বোচ্চ ২৭ রান করেন। তানভীর ৪টি ও আল ইসলাম ২টি উইকেট নেন।
জবাবে ব্যাট করতে নেমে ৯.৩ ওভারে ৩ উইকেট হারিয়ে সহজেই জয় নিশ্চিত করে কুমিল্লা। তাওহীদ হৃদয় ১৩ বলে ৩১ রান করেন।
নিউজক্রিকেট২৪/আরএ