চট্টগ্রাম টেস্ট: ম্যাচের নিয়ন্ত্রণ আফগানিস্তানের হাতে

https://scontent.fdac27-1.fna.fbcdn.net/v/t1.0-0/p370x247/69266799_2732683093409813_4383768751321907200_n.jpg?_nc_cat=108&_nc_eui2=AeFLxhpH-COm8Z5TbXlXvNtt6uQWzyg9y0gJ9xtgUpYxbgtFyfQgV0u7Ok_W0FW05phmSTLdlxxqBrxmFyFN9AG436tQk7_IY4FVSo7BwbUxBw&_nc_oc=AQm-m00UhQR1hV_HPBXlztuLmf7-DH6XMozfZuKYOtMgbuMPGoUpk7eU5T80NfsOytk&_nc_ht=scontent.fdac27-1.fna&oh=b8dfa6a6bc076e0dd73927a994344b80&oe=5DFA1E9D »

বাংলাদেশের বিপক্ষে একমাত্র টেস্ট ম্যাচে মুখোমুখি হয়েছে আফগানিস্তান। তৃতীয় দিনের প্রথম সেশনের সিংহভাগ সময় দৃঢ়তার সাথে পার করার পর চা বিরতি পর্যন্তও নিয়ন্ত্রণ আফগানদের হাতে।

৩ উইকেটে ৫৬ রান করে লাঞ্চ বিরতিতে যাওয়া আফগানরা বিরতি থেকে ফিরে আরও খোস মেজাজি ব্যাটিং করতে থাকে। দুই ব্যাটসম্যান  আজগর আফগান ও ইবরাহিম মিলে টাইগার বোলারদের শাসন করতে থাকে। এই দুই ব্যাটসম্যানের ১০৮ রানের জুটিতে ফাটল ধরাতে অবশ্য সক্ষম হয়েছেন তাইজুল ইসলাম। আজগরকে ব্যক্তিগত ৫০ রানে ফিরিয়ে দিয়ে এই জুটি বিচ্ছিন্ন করেন তাইজুল। পুরো সেশনে সাফল্য কেবল এতটুকুই। বাকি অংশ জুরে কেবল আফগানময়।

চা বিরতি পর্যন্ত আফগানিসস্তানের সংগ্রহ ৪ উইকেট হারিয়ে ১৩৬ রান। দ্বিতীয় ইনিংসে রশিদ খানের দল লিড নিয়েছে ২৭৩ রানের। ক্রিজে অপরাজিত আছেন ইবরাহিম জাদরান (৬৬) এবং আফসার জাজাই।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »