চট্টগ্রাম টেস্ট: দেখে নিন বাংলাদেশ-আফগানিস্তানের সম্ভাব্য সেরা একাদশ

https://scontent.fdac4-1.fna.fbcdn.net/v/t1.0-9/36386236_2027432020601594_1928619179817041920_n.jpg?_nc_cat=104&_nc_eui2=AeFY40879vpUlXD3TvLuwunYiYPt9keMWugjnmsYPL9A2_cQ-azY1GmWWQy36LFNFzNLAU2kdDYB9vV9Qwdjt7cfxuFbw0DGkcoiJ24B4pOm6Q&_nc_ht=scontent.fdac4-1.fna&oh=926e9b4229d9f6e3ffd66fe5510e3767&oe=5D672D33 »

বৃহস্পতিবার শুরু হতে যাচ্ছে বাংলাদেশ বনাম আফগানিস্তানের একমাত্র টেস্ট ম্যাচের সিরিজটি। শক্তিমত্তার দিক থেকে পিছিয়ে থাকলেও  টাইগারদের চ্যালেঞ্জ ছুঁড়ে দিতে প্রস্তুত আফগানিস্তান।

সাদা পোশাকে বাংলাদেশ দল এখন আর নেই আগের অবস্থানে। ওয়ানডে ক্রিকেটে উন্নতি করার পর সাদা পোশাকেও ঘরের মাঠে ইংল্যান্ডকে হারিয়েছে টাইগাররা। সাদা পোশাকে লম্বা সময় ধরে মাঠে নেই বাংলাদেশ। সর্বশেষ নিউজিল্যান্ড সফরে অবশ্য বাংলাদেশ দলের স্মৃতিটা খুব বেশি ভালো নেই টাইগারদের। প্রধান নির্বাচকের মতে একাদশে থাকতে পারেন একজন বাড়তি স্পিনার। সেক্ষেত্রে পেস বোলিং বিভাগে দেখা যেতে পারে তাসকিন আহমেদ কিংবা আবু জায়েদ রাহীকে।

বাংলাদেশ দলের স্পটলাইটে যথারিতি থাকছেন অধিনায়ক সাকিব আল হাসান। ব্যাট হাতে দলের হাল ধরতে দেখা যেতে পারে অভিজ্ঞ মুশফিকুর রহিমকে। অন্যদিকে বল হাতে সাকিবের সাথে জ্বলে উঠতে পারেন সাদা পোশাকে বাংলাদেশ দলের নিয়মিত স্পিনার তাইজুল ইসলাম।

বাংলাদেশের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে মূল স্কোয়াডে থাকা ক্রিকেটারদের অনুপস্থিতি থাকলেও আফগানিস্তানের চায়নাম্যান বোলার জহির খেল দেখিয়েছেন একাই। আফগান দলের অধিনায়ক রশিদ খানও বাংলাদেশ দলের ব্যাটসম্যানদের বড় পরীক্ষা নিতে পারেন সেটা বুঝাই যাচ্ছে। সংক্ষিপ্ত ফরম্যাটে আফগানরা নিজেদের যোগ্যতার পরিচয় দিয়ে আসছে অনেকদিন দরেই। সাদা পোশাকে নবীন হলেও বাংলাদেশী ব্যাটসম্যানদের বিপক্ষে রশিদরা হয়ে উঠতে পারেন ভয়ঙ্কর।

আফগান দলের স্পটলাইটে থাকবেন অধিনায়ক রশিদ খান। তার সাথে বল হাতে ঘূর্ণি জাদু দেখাতে পারেন প্রস্তুতি ম্যাচে ঝড় তোলা জহির খান।

এক নজরে দুই দলের সম্ভাব্য সেরা একাদশ

বাংলাদেশ: সৌম্য সরকার, সাদমান ইসলাম, মুমিনুল হক, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, মোহাম্মদ মিঠুন, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাইম ইসলাম, আবু জায়েদ রাহী।

আফগানিস্তান: ইহসানউল্লাহ জানাত, ইব্রাহিম জাদরান, হাসমতউল্লাহ শাহিদি, রহমত শাহ, আজগর আফগান, ইকরাম আলি খিল, মোহাম্মদ নবী, রশিদ খান, জহির খান, ইয়ামিন আহমেদজাই, কাইস আহমেদ।

বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে মুখোমুখি হবে দুই দল। ম্যাচটি সরাসরি দেখাবে জিটিভি ও বিটিভি।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »