ঘরোয়া ক্রিকেট থেকে অবসর নিলেন অভিষেক নায়ার

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

প্রথম শ্রেণির ক্রিকেটে দীর্ঘ ১৩ বছর কাটিয়ে অবসর ঘোষণা করলেন অভিষেক নায়ার। রঞ্জি ক্রিকেটের আলোচিত মুখ নায়ার। মুম্বাইয়ের সাফল্যে যার অবদান সর্বাধিক। ফিটনেস আর কাজের জন্য সবার কাছেই যিনি প্রশংসিত। বাঁ -হাতি এ-ই ব্যাটসম্যান ২০০৯ সালে ৩টি ওয়ানডে ম্যাচ খেলেন জাতীয় দলের জার্সিতে৷ পরবর্তীতে অফফর্মের কারণে বাদ পড়েন। ২০০৫ থেকে রঞ্জি ক্রিকেটে যাত্রা শুরু তাঁর। ২০১৭-১৮ মৌসুমে মুম্বাই দল থেকে বাদ পড়ায় তিনি পদুচেরিতে গিয়ে শেষ চারটি প্রথম শ্রেণির ম্যাচ খেলেন।

প্রথম শ্রেণির ক্রিকেট ক্যারিয়ারে ১০৩টি ম্যাচ খেলেছেন নায়ার। ১৩টি শতক ও ৩২টি ফিফটি নিয়ে তার সংগ্রহ মোট ৫৭৪৯ রান (সর্বোচ্চ ২৫৯ রান)। বল হাতে ৩১.৪৭ গড়ে নিয়েছেন ১৭৩টি উইকেট।

বর্তমানে ক্যারিবিয়ান প্রিমিয়ার লীগে শাহরুখ খানের দল ত্রিনবাগো নাইট রাইডার্সের সঙ্গে যুক্ত রয়েছেন সাপোর্ট স্টাফ হিসাবে।

এ সম্পর্কে নায়ারের টুইট –

‘এটি একটি সম্মানের বিষয় এবং আমি সবার প্রতি কৃতজ্ঞ তাদের সমর্থনের জন্য, যা আমি আমার ক্রিকেট ক্যারিয়ারে পেয়েছি। এটি আমাকে সবকিছু দিয়েছে যেমনটা তারা বলে যে কোন অনুশোচনা নেই, কোন পিছুটান নেই। এখনি সময় সরে দাঁড়ানোর। সবাইকে ধন্যবাদ জানাই আমাকে ভালোবাসা এবং সমর্থন দেওয়ার জন্য।’

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »