গোলাপি বলে সিম দৃশ্যমান হওয়া জরুরী : শচীন

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

ইডেন টেস্ট নিয়ে নানাজনের নানামত। মতামতের যেন শেষ নেই। মতামত দিচ্ছেন কিংবদন্তি ক্রিকেটাররাও। লিটন মাস্টার শচীনও গণমাধ্যমে জানিয়েছেন নিজস্ব মতামত। গোলাপি বলের সিম নিয়ে ভাবছেন শচীন। সিম দৃশ্যমান হওয়াটা সবচাইতে গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচনা করছেন তিনি৷ এ ব্যাপারে তিনি বলেন – গোলাপি বলের ব্যাপারে সঠিক ধারণা প্রয়োজন। শুনলাম গোধূলিতে নাকি গোলাপি বল ঠিকমতো দৃশ্যমান হচ্ছে না। সিম কি ঠিকমতো দেখা যাচ্ছে? কারণ ওটাই আসল। গোলাপি বলে সিম ঠিকমতো দৃশ্যমান হচ্ছে কিনা সেটা বেশি গুরুত্বপূর্ণ। কেননা যেকোন ভালো ব্যাটসম্যান কব্জি,আঙুল এবং বলের সিম ফলো করে। বোলার কিভাবে বল রিলিজ করছে সেটা দেখে ব্যাটসম্যান মুভমেন্ট ঠিক করবে। এক্ষেত্রে সিম দেখা না গেলে স্পিন বোলার হোক বা পেস বোলার, সমস্যা হবেই’।

রাহানে বলেছেন, পেসারদের গোলাপি বলে সুইং ভালো হবে, স্পিনারদেরও হাত ঘুরাতে সহজ হবে। এ ব্যাপারে লিটল মাস্টার বলেন -‘ পেসাররা আলাদা সুবিধা পেতেই পারেন। তবে এসজি বলে বোলিং করায় ভারতীয়রা অভ্যস্ত, তাই অন্যদের সমস্যা হলেও ভারতীয়দের গ্রিপিংয়ে সমস্যা হবেনা৷ শিশির কতোটা ফ্যাক্ট হবে তা এখনোই বলা সম্ভব নয়। গোলাপি বলে না খেললে এ-র সুবিধা অসুবিধা বলা মুশকিল’।

দিবারাত্রি টেস্টের মাধ্যমে দর্শকের টেস্টে আগ্রহ বৃদ্ধির ব্যাপারে বলেন – ‘ দর্শকরা মাত্র কয়েকটি সেশন দেখতে মাঠে আসে। যদি পিচের মান উন্নয়ন করা না যায় তবে দর্শক বাড়বেনা। এক্ষেত্রে স্পোর্টিং পিচ প্রয়োজন। উইকেট পিচ না হলে মজা পাবেনা’।

টেস্ট চ্যাম্পিয়নশীপের মাধ্যমে দর্শকের আগ্রহ বৃদ্ধি পেতে পারে এমনটা ধারণা করা হচ্ছে। তবে শচীন বলেন – ‘হয়তোবা এতে দর্শকরা কিছুটা উৎসুক হবেন। কেননা র‍্যাঙ্কিংয়ে কারা এগিয়ে তা জানার জন্য সবাই উৎসুক থাকবে। তবে পিচের মান না বাড়ালে অর্থাৎ স্পোর্টিং পিচ না হলে ক্রিকেটে আগ্রহ বাড়বেনা৷ আপনারা দেখে থাকবেন টেস্টে বর্তমানে অস্ট্রেলিয়া, ভারত, ইংল্যান্ডের তুলনায় বাকিরা অনেক পিছিয়ে। বিশ্বমানের বোলারও কম। কেননা, স্পোর্টিং পিচ নেই। যদি স্পোর্টিং পিচ তৈরি করা যায় তবেই ব্যাটিং এবং বোলিং ভালো হবে।’

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »