নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
ইডেন টেস্টের একাদশ নিয়ে দুর্চিন্তায় পড়তে পারে বাংলাদেশ দল। ঐতিহাসিক এই টেস্টের আগে বড় ভাবনা উইকেট কিপার ব্যাটসম্যান লিটন দাশ। চোখের দেখায় গোলাপি বল চিনতে পারছেন না তিনি।
ইডেন টেস্টেই ভারত-বাংলাদেশ দু’দলের অভিষেক হচ্ছে গোলাপি বলের টেস্টে। দিবারাত্রির এই টেস্ট মাঠে গড়াবে গোলাপি বলে। কিন্তু দৃষ্টি পরীক্ষা(ভিশন টেস্ট) গোলাপি বল চিনতে পারছেন না উইকেট কিপার ব্যাটসম্যান লিটন দাশ।গোলাপি বলের কালার কিছুটা পুরনো হলে সেটা রঙ দেখতে অসুবিধা হয় কিংবা একদম দেখতে পাননা তিনি।
বুধবার (২১ নভেম্বর) অনুশীলনে নেট বোলার ইফরানের বলে ৯ বার বোল্ড হন তিনি। সকালে অনুশীলন করলেও সন্ধ্যায় দলের সাথে অনুশীলন করেনি তিনি।
লিটনের এরকম অবস্থায় দুর্শ্চিন্তায় পড়বে টিম ম্যানেজমেন্ট। ব্যাটিংয়ে পুরোপুরি মনোযোগ দিতে উইকেট কিপারের দায়িত্ব ছেড়েছেন মুশফিক। টি-টোয়েন্টি সিরিজের পর গ্লাভস হাতে অনুশীলনও করেননি। আরেক অপশন মোহাম্মদ মিঠুন। ঘরোয়া লিগে ব্যাটিংয়ের পাশাপাশি উইকেট কিপিং করতেও দেখা যায় তাকে। কিন্তু হঠাৎ করে প্রস্তুতি ছাড়া টেস্ট ক্রিকেটের মতো ক্রিকেটে গ্লাভস হাতে নেওয়াটাও বড় চ্যালেঞ্জিং।