নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
আফগানিস্তানের সাথে সিরিজ শেষে উইন্ডিজের লক্ষ্য ভারত সিরিজ। ভারতের বিপক্ষে ওয়ানডে এবং টি-টোয়েন্টি সিরিজের দল ঘোষণা করেছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড। তবে ক্যারিবিয়ান দলে নেই গেইল, রাসেল’দের মতো অভিজ্ঞ ক্রিকেটার।
তবে দলে ফিরেছে ফ্যাবিয়ান রাসেল ও দিনেশ রামদিন। হাঁটুর টোট কাটিয়ে ফ্যাবিয়ান ও হ্যামস্ট্রিং সমস্যা কাটিয়ে উইকেটরক্ষক ব্যাটসম্যান রামদিন দলে ফিরেছেন। তাদের ছাড়াও দলে ফিরেছেন নিকোলাস পুরান।
আফগানিস্তানের সাথে তৃতীয় ওয়ানডেতে বল টেম্পারিং করে চারটি টি-টোয়েন্টির জন্য নিষিদ্ধ হয়েছিলেন উইকেটরক্ষক ব্যাটসম্যান নিকোলাস পুরান’কে। তবে ভারতের বিপক্ষে দলে রাখা হয়েছে তাঁকেও। কিন্তু স্বাগতিকদের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টি শেষে দলে ফিরতে পারবেন তিনি। কেননা ভারতের বিপক্ষের প্রথম টি-টোয়েন্টি দিয়ে পুরানের নিষেধাজ্ঞা শেষ হবে।
উইন্ডিজ টি-টোয়েন্টি স্কোয়াডঃ ফ্যাবিয়ান অ্যালেন, শেলডন কটরেল, শিমরন হেটমায়ার, জেসন হোল্ডার, ব্র্যান্ডন কিং, এভিন লুইস, কিমো পল, ক্যারি পিয়ের, কাইরন পোলার্ড (অধিনায়ক), নিকোলাস পুরান, দিনেশ রামদিন, শেরফান রাদারফোর্ড, লেন্ডল সিমন্স, হেইডেন ওয়ালশ জুনিয়র ও কেসরিক উইলিয়ামস।
উইন্ডিজ ওয়ানডে স্কোয়াডঃ সুনিল আমব্রিস, রোস্টন চেইস, শেলডন কটরেল, শিমরন হেটমায়ার, জেসন হোল্ডার, শাই হোপ, আলজারি জোসেফ, ব্র্যান্ডন কিং, এভিন লুইস, কিমো পল, ক্যারি পিয়ের, কাইরন পোলার্ড (অধিনায়ক), নিকোলাস পুরান, রোমারিও শেফার্ড ও হেইডেন ওয়ালশ জুনিয়র।
উল্লেখ্য, আগামী ৬ ডিসেম্বর টি-টোয়েন্টি ম্যাচ দিয়ে শুরু হবে সিরিজটি।