গুরুতর নয় মিরাজের চোট

https://scontent.fdac4-1.fna.fbcdn.net/v/t1.0-9/36386236_2027432020601594_1928619179817041920_n.jpg?_nc_cat=104&_nc_eui2=AeFY40879vpUlXD3TvLuwunYiYPt9keMWugjnmsYPL9A2_cQ-azY1GmWWQy36LFNFzNLAU2kdDYB9vV9Qwdjt7cfxuFbw0DGkcoiJ24B4pOm6Q&_nc_ht=scontent.fdac4-1.fna&oh=926e9b4229d9f6e3ffd66fe5510e3767&oe=5D672D33 »

আফগানিস্তানের বিপক্ষে আসন্ন টেস্ট ম্যাচ ও ত্রিদেশীয় টি-২০ সিরিজের জন্য গত ১৯ আগস্ট শুরু হয়েছে টাইগারদের কন্ডিশনিং ক্যাম্প। গতকাল (২৪ আগস্ট) ক্যাম্পে অনুশীলন চলাকালে চোট বাধিয়েছেন অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ।

গতকাল অনুশীলন করার সময় হুট করেই মাঠে থেকে বেরিয়ে ফিজিও বায়েজিদের কাছে যান মিরাজ। হাত চেপে ধরে তার এই প্রস্থান দেখে অনেকেই ভেবেছিলেন হয়তো গুরুতর চোট বুঝি বাধিয়েছেন তিনি। তবে আদতে সেটা নয়। খুব বেশি গুরুতর নয় মিরাজের চোট।

পরীক্ষানিরীক্ষা শেষে জানা গেছে হাতের কিছু সফট টিস্যু ক্ষতিগ্রস্ত হয়েছে তার। এছাড়া আঙুলের যে হাড় একটু সরে গিয়েছিল সেটা জায়গামত আবার বসিয়ে দেয়া হয়েছে। পুরোপুরি সেরে উঠতে ৭-১০ দিনের মত লাগতে পারে মিরাজের।

ফিজিও বায়েজিদ বলেন, ‘তার সফট টিস্যু ক্ষতিগ্রস্ত হয়েছে। আগামী ৪৮ ঘণ্টা ব্যাটিং-বোলিং অনুশীলন করতে পারবে না সে।’

মিরাজের জন্য টেস্ট শুরু হবার আগ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করবে টিম ম্যানেজমেন্ট এমনটাও জানা গিয়েছে।

 

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »