নিউজ ডেস্ক »
বহুল আলোচিত বক্সিং ডে টেস্টে অস্ট্রেলিয়াকে ৮ উইকেটে হারিয়ে বড় জয় তুলে নিয়েছে ভারত। এমন জয়ের দিনে দলে অভিষিক্ত শুভমান গিল এবং মোহাম্মদ সিরাজকে কৃতিত্ব দিতে ভুলেননি দলটির ভারপ্রাপ্ত অধিনায়ক আজিঙ্কা রাহানে।
সুযোগ পেয়েই নিজেদের সবটুকু বিলিয়ে দেন দুই অভিষিক্ত সিরাজ এবং গিল। প্রথম ইনিংসে ব্যাট হাতে দারুণ শুরু করেছিলেন গিল। আউট হয়ে যাওয়ার আগে ৪৫ রান করেছিলেন এরপর দ্বিতীয় ইনিংসে ৩৬ বলে করেছেন ৩৫ রান। বোলিংয়ে প্রথম ইনিংসে সিরাজ দুই উইকেট নেয়ার পর দ্বিতীয় ইনিংসে নিয়েছেন আরও ৩ উইকেট।
অভিষিক্ত ক্রিকেটারদের প্রশংসা করে রাহানে বলেন,’‘খেলোয়াড়দের নিয়ে সত্যিই গর্বিত। অ্যাডিলেড টেস্টে হারের পর তারা যে সামর্থ্য দেখিয়েছে তাতে অভিষিক্ত গিল এবং সিরাজকে কৃতিত্ব দিতে হবে। আমরা সবাই শুভমানের প্রথম শ্রেণির ক্যারিয়ার সম্পর্কে জানি। এমনকি তিনি দেখিয়েছেন এই লেভেলে এসেও সে শট খেলতে পারে।’’
তিনি আরও বলেন,’‘সিরাজ সঠিক জায়গায় বল করেছে। কখনও কখনও আপনি বহন করতে পারেন তবে তার প্রথম শ্রেণির অভিজ্ঞতা তাকে সহায়তা করেছিল। আপনি যখন প্রথম শ্রেণির ক্রিকেট খেলেন এবং এখানে আসেন তখন সেটা অধিনায়কের জন্য সহজ হয়।’’
সিরাজ-গিল ছাড়াও দুই স্পিনার রবিচন্দ্রন অশ্বিন এবং রবীন্দ্র জাদেজাকে প্রশংসায় ভাসিয়েছেন রাহানে।
এ প্রসঙ্গে তাঁর ভাষ্য,’‘আমাদের জন্য সামর্থ্যটা খুবই গুরুত্বপূর্ণ। বিশেষ করে দ্বিতীয় ইনিংসে আমরা উমেশকে হারানোর পর। মেলবোর্নে এসে আমরা প্রথমে ব্যাটিংয়ের কথা ভাবছিলাম। প্রথম দিন সঠিক জায়গায় বল করাটা গুরুত্বপূর্ণ ছিল। বিশেষ করে ১০তম ওভারে অশ্বিন এসে গুরুত্বপূর্ণ দুইটি উইকেট নিয়েছিল। সেখান থেকেই আমাদের বোলাররা নিয়ন্ত্রণ নিয়েছিল। এটা (পাঁচ বোলারের পরিকল্পনা) দারুণভাবে কাজে দিয়েছে। আমরা একজন অলরাউন্ডারের কথা ভেবেছিলাম, জাদেজা আমাদের জন্য দুর্দান্ত ছিল।’’