গাভাস্কারের প্রশংসা পেলেন শোয়েব!

নিউজ ডেস্ক »

দুজনেই ক্রিকেট ছেড়েছেন অনেক আগে। তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্রিকেট বিশ্লেষণ এবং নতুন চিন্তাভাবনা তুলে ধরেন তারা। কাঁদা ছুড়াছুড়িও চলে বেশ। তবে এবার নিজের বুদ্ধিদীপ্ত উত্তরে প্রশংসা পেলেন শোয়েব আক্তার।

অনেকদিন ধরেই বিভিন্ন ভাবে ভারত-পাকিস্তান ম্যাচ আয়োজন করতে চেষ্টা করছেন শোয়েব আক্তার। সর্বশেষ করোনা মোকাবেলায় একটি দ্বিপক্ষীয় সিরিজ খেলার প্রস্তাব দেন তিনি। শোয়েব মনে করেন এর থেকে উপার্জিত অর্থ দুই দেশের করোনা মোকাবেলায় কাজে লাগবে। তবে বরাবরের মতই তার কথাকে কোন পাত্তাই দেননি কোন ভারতীয়। পাকিস্তানি সাবেকরা সমর্থন করলেও ভারতীয়রা সম্পূর্ণ বুড়ো আঙুল দেখিয়েছিলেন। সে সময়ই সুনীল গাভাস্কার বলেছেন, ‘লাহোরে তুষারপাত হলেও ভারত-পাকিস্তান ম্যাচ হবেনা।’

এর উত্তরে গত বুধবার (১৫’ই এপ্রিল) এক টুইটে লাহোরে তুষারপাতের ছবি দিয়ে ক্যাপশনে লেখেন, ‘ভালো সানি (সুনীল গাভাস্কার) ভাই। লাহোরে গতবছরও তুষারপাত হয়েছে। তাই কোনকিছুই অসম্ভব নয়।’

এই টুইটটি মনে ধরেছে সুনীল গাভাস্কারের। এমন বুদ্ধিদীপ্ত উত্তরের প্রশংসা না করে পারেননি সুনীল গাভাস্কার। গাভাস্কার বলেন, ‘রমিজ রাজার সঙ্গে সংলাপ উপভোগ করছি। তবে তার থেকেও বেশী উপভোগ করছি লাহোরের তুষারপাত নিয়ে শোয়েব আক্তারের মন্তব্য। ও খুব কৌতুকপূর্ণ একজন পেসার। তার মন্তব্য আমার ভালো লেগেছে।’

১১:৪৫ এএম

নিউজক্রিকেট/কেএমএইচ

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »