গল টেস্ট: জয়ের অপেক্ষায় লঙ্কানরা

https://scontent.fdac4-1.fna.fbcdn.net/v/t1.0-9/36386236_2027432020601594_1928619179817041920_n.jpg?_nc_cat=104&_nc_eui2=AeFY40879vpUlXD3TvLuwunYiYPt9keMWugjnmsYPL9A2_cQ-azY1GmWWQy36LFNFzNLAU2kdDYB9vV9Qwdjt7cfxuFbw0DGkcoiJ24B4pOm6Q&_nc_ht=scontent.fdac4-1.fna&oh=926e9b4229d9f6e3ffd66fe5510e3767&oe=5D672D33 »

নিউজিল্যান্ডের বিপক্ষে গল টেস্টে চতুর্থ দিন শেষে জয়ের প্রহর গুনছে শ্রীলঙ্কা। জয়ের জন্য লঙ্কানদের প্রয়োজন মাত্র ১৩৫ রান হাতে রয়েছে পুরো ১০টি উইকেট।

চতুর্থ দিন নিউজিল্যান্ড ৭ উইকেট হারিয়ে ১৯৫ রান নিয়ে খেলতে নামে। তৃতীয় দিন অপরাজিত থাকা ওয়াটলিং আর বেশিক্ষন স্থায়ী হয়ে পারেননি। ব্যক্তিগত ৭২ রানে ওয়েটলিং ফিরে যাবার পর হাল ধরেন উইলিয়াম সমারবিল। শেষ পর্যন্ত সমারবিল অপরাজিত থাকেন ৪০ রান করে। চতুর্থ দিনের দুই সেশন শেষ হবার আগেই সব কয়টি উইকেট হারিয়ে কিউইরা সংগ্রহ করে ২৮৫ রান।

দ্বিতীয় ইনিংসেম্যাচ জিততে হলে শ্রীলঙ্কার সামনে দাঁড়ায় ২৬৮ রানের লক্ষ্যমাত্রা। এই লক্ষ্যে খেলতে নেমে দুর্দান্ত ব্যাট চালাতে থাকেন লঙ্কান দুই ওপেনার দিমুথ করুনারত্নে ও লাহিরু থিরিমান্নে। কিউই বোলারদের ধৈর্য্যের পরীক্ষা নিয়ে চতুর্থ দিন শেষ করেন এই দুই ওপেনার। করুনারত্নে অপরাজিত আছেন ব্যক্তিগত ৭১ রানে ও থিরিমান্নে অপরাজিত আছেন ব্যক্তিগত ৫৭ রানে। চতুর্থ দিন শেষে কোনো উইকেট না হারিয়ে লঙ্কানদের সংগ্রহ ১৩৩ রান। তাই আগামীকাল ম্যাচতি জিততে হলে তাদের করতে হবে আর মাত্র ১৩৫ রান।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »