https://scontent.fdac4-1.fna.fbcdn.net/v/t1.0-9/36386236_2027432020601594_1928619179817041920_n.jpg?_nc_cat=104&_nc_eui2=AeFY40879vpUlXD3TvLuwunYiYPt9keMWugjnmsYPL9A2_cQ-azY1GmWWQy36LFNFzNLAU2kdDYB9vV9Qwdjt7cfxuFbw0DGkcoiJ24B4pOm6Q&_nc_ht=scontent.fdac4-1.fna&oh=926e9b4229d9f6e3ffd66fe5510e3767&oe=5D672D33 »
বাংলাদেশ তথা সারাবিশ্বে ছড়িয়ে থাকা মুসলিম ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব ঈদ-উল-ফিতরের বাকি আর মাত্র ২-৩ দিন। ইতোমধ্যে রমজান শেষের দিকে চলে এসেছে আর আমেজও শুরু হয়ে গেছে ঈদের।
সবাই যখন ঈদের আনন্দ ভাগাভাগি করতে পাড়ি জমাচ্ছেন নিজের দেশ কিংবা গ্রামের বাড়িতে তখন বাংলাদেশ দলের ক্রিকেটাররা অংশ নিচ্ছেন ইংল্যান্ড বিশ্বকাপে। আইসিসি ক্রিকেট বিশ্বকাপের দ্বাদশ আসরে বাংলাদেশ দল ২ মে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে পেয়েছে জয়। আর এমন জয়ে ঈদের আনন্দই যেন বয়ে গেছে টাইগার ক্রিকেটারদের মধ্যে।
ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা জানান এই বছর ঈদের কথা মাথায় নেই তাদের। খেলাটার মধ্যেই ঈদের আনন্দ খুঁজে পান বলেও জানান টাইগার দলপতি।
মাশরাফির ভাষ্য, ‘আমরা এই বছরের ঈদ মাথায় আনিইনি। আমরা জানি, খেলার ভেতরেই আমাদের ঈদ। খেলাটা উপভোগ করছি আমরা আর এটাই আমাদের কাজ। অনেকের পরিবারই এসেছে আশা করি তাদের সাথেই সবার ভালো সময় যাবে। ঈদের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে আমাদের কাজগুলো ঠিকমত করা।’