খুনী ট্যারেন্টের আমৃত্যু কারাদণ্ড!

মারুফ ইসলাম ইফতি »

বছর দেড়েক আগে নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চের মসজিদে গুলি চালিয়ে অর্ধশতাধিক মানুষ হত্যার অপরাধে অভিযুক্ত খুনী ট্যারেন্টকে আমৃত্যু  কারাদন্ডের সাজা দিয়েছে নিউজিল্যান্ডের আদালত।

নিউজিল্যান্ডের আইন অনুযায়ী একজন অপরাধীর সর্বোচ্চ শাস্তি আজীবন কারাভোগ। বর্বর এই হত্যাকান্ডের খলনায়ক অস্ট্রেলিয়ার নাগরিক ট্যারেন্টকে তাই দেশটির আইনে সর্বোচ্চ শাস্তি দিয়েছে নিউজিল্যান্ডের আদালত।

২০১৯ সালের ১৫ই মার্চ নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চের আল নুর মসজিদে জুম্মার নামাজ শুরুর আগে বন্দুক নিয়ে মসজিদে প্রবেশ করে, মসজিদে উপস্থিত মুসল্লিদের উপর অতর্কিত হামলা চালান ট্যারেন্ট। এলোপাথাড়ি গুলি চালিয়ে অর্ধশতাধিকের বেশি মানুষ হত্যা করার পাশাপাশি, হত্যার পুরো দৃশ্য নিজের শরিরে সংযুক্ত ক্যামেরার মাধ্যমে লাইভে সবাইকে দেখান তিনি।

বর্বর এই হত্যাকান্ডের মৃত্যুর মিছিলে থাকতে পারতো বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটাররাও।সেদিন আল নুর মসজিদে জুম্মার নামাজ আদায়ের জন্য রওনা হয়েছিল তামিম-রিয়াদরা। হামলার খবর শুনে মসজিদে প্রবেশ না করেই হোটেলে ফিরে এসেছিল ক্রিকেটাররা। এই ঘটনার পর সফরের বাকী ম্যাচ গুলো বাতিল করে দেশে ফিরে আসে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল।

নিউজক্রিকেট টুয়েন্টিফোর / মারুফ ইসলাম ইফতি

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »