https://scontent.fdac4-1.fna.fbcdn.net/v/t1.0-9/36386236_2027432020601594_1928619179817041920_n.jpg?_nc_cat=104&_nc_eui2=AeFY40879vpUlXD3TvLuwunYiYPt9keMWugjnmsYPL9A2_cQ-azY1GmWWQy36LFNFzNLAU2kdDYB9vV9Qwdjt7cfxuFbw0DGkcoiJ24B4pOm6Q&_nc_ht=scontent.fdac4-1.fna&oh=926e9b4229d9f6e3ffd66fe5510e3767&oe=5D672D33 »
বাংলাদেশ প্রিমিয়ার লীগ ( বিপিএল ) এর দল ঢাকা ডাইনামাইটস ও বাংলাদেশের ঘরোয়া ক্রিকেট ঢাকা প্রিমিয়ার ডিভিশনের দিয়ে শাইনপুকুরের ম্যানেজার এবং বাংলাদেশ ক্রিকেট ফ্যানস ক্লাব বেঙ্গল টাইগার্সের কোষাধ্যক্ষ তরুণ ক্রীড়া সংগঠক সাইফুল ইসলাম ভুঁইয়ার বাবা নুরুল ইসলাম ভুঁইয়া ইন্তেকাল করেছেন।
সাইফুল ইসলাম ভুঁইয়ার বাবা একজন বীর মুক্তিযোদ্ধা ছিলেন। তিনি সোমবার রাতে মগবাজার ইনসাফ বারাকাহ হাসপাতালে রাত ১১টা ৩০মিনিটে ইন্তেকাল করেছেন ( ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন )। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৭৩ বছর।
নুরুল ইসলাম ভুঁইয়া একজন অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা ছিলেন। তিনি দীর্ঘদিন কিডনি জনিত সমস্যায় ভুগছিলেন। মৃত্যুর আগে তিনি তার স্ত্রী, ২ জন ছেলে ও ১ জন মেয়ে রেখে গিয়েছেন। গতকাল মঙ্গলবার বাদ এশা গোপীবাগ জামে মসজিদে তার জানাজা অনুষ্ঠিত হয়। তাকে তার কালিগঞ্জ পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।
তার এই মৃত্যুতে নিউজক্রিকেট২৪ পরিবার গভীর শোক প্রকাশ করেছে এবং তার আত্মার মাগফিরাত কামনা করছে। তার পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছে।