নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
বলা হয়ে থাকে ক্রিকেট ভদ্র লোকের খেলা। সেটিই যেন আজ নতুন করে প্রমাণিত হলো। অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন অস্ট্রেলিয়া পিএম একাদশ এবং শ্রীলঙ্কা একাদশের ম্যাচে ‘ওয়াটার বয়’ হয়েছিলেন। এটি ক্যানবেরার ম্যানুকা ওভালে দু’দলের মধ্যে অনুষ্ঠিত ম্যাচের প্রথম ইনিংসের ঘটনা।
ব্যাট ও বলের মধ্যে অ্যাকশন ছাড়াও, ক্রিকেট মাঠ বিগত কয়েক বছর ধরে বেশ কয়েকটি চমৎকার ঘটনার সাক্ষী। ঘূর্ণীঝড়ে পিচ নষ্ট হয়ে যাওয়াসহ আরো অনেকরকম ঘটনার মাধ্যমে মাঠে কখনো আনন্দের কমতি হয়নি। তবে ক্যানবেরার মানুকা ওভালে ক্রিকেট গ্রাউন্ডে বিশ্ব অত্যন্ত আকর্ষণীয় কিছু দেখেছে, যদিও তা ইতিবাচকতার ধারণা সৃষ্টি করে।
শ্রীলঙ্কা দলের অস্ট্রেলিয়া সফরের একটি প্রস্তুতি ম্যাচ সেখানে অনুষ্ঠিত হয়। সফরকারী দল পিএম একাদশের সাথে ম্যাচ খেলেন। শ্রীলঙ্কার ইনিংস খেলার মুহূর্তে হঠাৎ অস্ট্রেলিয়ান প্রধানমন্ত্রী স্কট মরিসনকে পানির বোতল হাতে দৌড়ে মাঠে প্রবেশ করতে দেখা যায়। বিষয়টি সবাইকে বিস্মিত করে দেয়।
১৬ ওভার চলাকালীন সময়ে, যখন শ্রীলঙ্কার স্কোর ৬ উইকেট হারিয়ে ১১০ – এ এসে ঠেকে ছিলো। তখন মরিসনকে দলীয় হলুদ ক্যাপ পরিহিত অবস্থায় মাঠে পানির বোতল নিয়ে যেতে দেখা যায়। তিনি খুবই সাধামাটা ভাবে একটি সাদা শার্ট,কালো ট্রাউজার এবং সবুজ টাই পরিধান করেছিলেন। এটি খুবই তৃপ্তিদায়ক ব্যাপার ছিলো যে অস্ট্রেলিয়ান প্রধানমন্ত্রী খেলোয়াড়দের জন্য পানি বহন করে নিয়ে গিয়েছিলেন। দর্শকদের পাশাপাশি সবাই ঘটনার প্রত্যক্ষদর্শী হিসেবে বিস্মিত হয়েছিলেন।