নিউজ ডেস্ক »
ক্রিকেটে, বিশেষ করে টেস্ট ক্রিকেটে বলে থুতু বা ঘাম ব্যবহার করে বলের একপাশ পালিশ করা স্বাভাবিক ব্যাপার ছিল এতদিন। এতে বলকে সুইং করাতে সুবিধা হত বোলারদের। কিন্তু বর্তমান করোনা ভাইরাস পরিস্থিতিতে বলে থুতু লাগানোর ব্যাপারটি আতঙ্কের সৃষ্টি করেছে ক্রিকেটারদের মাঝে। যদিও পাকিস্তানে পেসার শোয়েব আক্তার ১০ বছর আগেই এই ব্যাপারে সংকোচ প্রকাশ করেছিলেন।
বলে থুতু লাগানোতে নিষেধাজ্ঞার ব্যাপারে অস্ট্রেলিয়ান পেসা্র জশ হ্যাজলউড বলেন, ‘সাদা বলের ক্রিকেটে এটি খুব বেশি সমস্যা করবে না। তবে টেস্ট ক্রিকেটে বোলারদের খুব অসুবিধা হবে। হাওয়া ব্যবহার করতে হলে বল পালিশ করতেই হবে। টিমের যে কোন একজনকে এটা করতে হবে। নয়ত এ ব্যাপারে প্রশ্ন থেকেই যাবে।’
হ্যাজলউডের সাথে একমত পোষণ করেছেন সাবেক অজি গ্রেট জেসন গিলেস্পি। তিনি বলেন, ‘বলে থুতু ব্যবহারের ক্ষেত্রে নিষেধাজ্ঞা এলে তা মানা সম্ভব কিনা, যথেষ্ট সংশয় আছে। শুধু ঘাম দিয়ে বলের পালিশ ধরে রাখা মুশকিল।’
করোনা আতঙ্কের ফলে কিছুদিন আগে অনুষ্টিত হতে যাওয়া ভারত দক্ষিন আফ্রিকা সিরিজে বলে থুতু ব্যবহার না করার সিদ্ধান্ত নিয়েছিলেন ভারতীয় বোলাররা। যদিও সিরিজটি বাতিল হয়ে যায়।
তবে করোনাকাল শেষ হলে বলে থুতু মাখানোতে হস্তক্ষেপ করতে পারে আইসিসি। এতে বর্তমান ব্যাটিং সহায়ক উইকেটে বোলারদের কঠিন পরিক্ষার মুখোমুখি হতে হবে এটা অনুমিত।
বাংলাদেশ সময়ঃ ৫.০০ পিএম
নিউজক্রিকেট২৪/ এমএস