ক্রিকেটাররা খেলা উপভোগ করছে না বলেই ব্যর্থতার বৃত্ত থেকে বের হতে পারছে না : পাইলট

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

ত্রিদেশীয় সিরিজের শুরুটা দারুণভাবে শুরু করলেও গতকাল আফগানিস্তানের কাছে ধরাশায়ী হয়েছে বাংলাদেশ। গতকাল আফগানিস্তান আর বাংলাদেশের খেলা শেষে সংবাদমাধ্যমের সাথে কথা বলেছেন সাবেক উইকেটরক্ষক- ব্যাটসম্যান খালেদ মাসুদ পাইলট। তিনি মনে করেন ক্রিকেটাররা খেলা উপভোগ করছে না বলেই এমন ব্যর্থতার বৃত্ত থেকে বের হতে পারছে না। দলের এমন ব্যর্থতা কেন আর ম্যানেজম্যান্টেরই বা কি করা উচিৎ এসব নিয়ে তিনি কথা বলেছেন।

তিনি বলেন, ” দলের তো অবশ্যই প্রস্তুতি ছিল তবে আমার মনে হচ্ছে খেলোয়াড়রা ক্রিকেট উপভোগ করছে না। আমি রিল্যাক্স থাকব, ক্রিকেট উপভোগ করব যেটা আফগানিস্তান করছে আমাদের এমন হচ্ছে না। জিম্বাবুয়ে হয়তো দুটি ম্যাচই হেরে গেছে কিন্তু ওদেরও মাঠে অনেক এনার্জি দেখেছি”।  

দলের এমন ব্যর্থতায় তিনি মনে করেন ক্রিকেটারদের মনোবল ঠিক রাখতে টিম ম্যানেজম্যান্টের দায়িত্ব নেয়া উচিত। তিনি আরও বলেন, ” এভাবে ভেঙ্গে পড়লে হবে না ঘুরে দাঁড়াতেই হবে । বোর্ডের ম্যানেজম্যান্টে যারা আছেন তাদের উচিৎ খেলোয়াড়দের পাশে দাঁড়ানো। কখনো খারাপ সময় যাবে আবার কখনো ভাল সময় যাবে। ভালো সময় বাহবা দিবেন আর খারাপ সময়ে পাশে থাকবেন না এটা ঠিক নয়। ক্রিকেটারদের হালকা করে নেয়ার মূল দায়িত্ব ম্যানেজম্যান্টের। তাদের বলে দেয়া উচিৎ ফ্রি খেলো, রিল্যাক্স খেলো। একটা সিরিজ খারাপ হতেই পারে এটা থেকে বের হতে হবে। তাঁদেরকে একটু স্বাধীনতা দেয়া উচিৎ৷ পারফরম্যান্স খারাপ হবেই ভালোটা যেন তোমরা খোঁজো” ।

ব্যাটসম্যানদের এমন ভরাডুবি নিয়ে তিনি বলেন, ” যেকোন বল আমার কাছে আসতে পারে একজন ওপেনার হিসেবে আপনাকে সেভাবেই প্রস্তুতি নিতে হবে। আপনি ডানহাতি বা বামহাতি হোন জানেন পরবর্তী ম্যাচে আপনি রশিদ বা মুজিবকে খেলবেন এজন্যও প্রস্তুতি গুরুত্বপূর্ণ। প্রতিপক্ষ দেখে এত ভয় পাওয়ার কিছু নেই মুজিবের মত বোলার বল করতেই পারে আমাকে তো বিশ্বমানের ব্যাটসম্যান হতে হবে।”

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »