https://scontent.fdac4-1.fna.fbcdn.net/v/t1.0-9/36386236_2027432020601594_1928619179817041920_n.jpg?_nc_cat=104&_nc_eui2=AeFY40879vpUlXD3TvLuwunYiYPt9keMWugjnmsYPL9A2_cQ-azY1GmWWQy36LFNFzNLAU2kdDYB9vV9Qwdjt7cfxuFbw0DGkcoiJ24B4pOm6Q&_nc_ht=scontent.fdac4-1.fna&oh=926e9b4229d9f6e3ffd66fe5510e3767&oe=5D672D33 »
শ্রীলঙ্কার ক্রিকেটে একসময় নিয়মিত মুখ ছিলেন নুয়ান কুলাসেকারা। ক্ষিপ্র গতিতে ব্যাটসম্যানদের কাবু করতে পটু ছিলেন বেশ। ফলে নির্বাচকরা ভরসা করতেন তার উপরেই। তবে গত দুই বছর ধরে পড়তির দিকে তার ফর্ম। ওয়ানডে ক্রিকেটে সব শেষ দুই বছর আগেই মাঠে নেমেছিলেন এই পেসার।
অন্যদিকে টি-২০ ক্রিকেট খেলেছেন এক বছর আগে। ঘরোয়া ক্রিকেটেও সম্প্রতি অনিমিয়ত ছিলেন কুলাসেকারা। অভিজ্ঞ এই পেসার হঠাত করেই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলে দিলেন ঠিক কী কারণে তা এখনও স্পষ্ট নয়।
দেশের জার্সিতে ২১টি টেস্ট ম্যাচে ৪৮ উইকেট রয়েছে তার ঝুলিতে। ওয়ানডে ফরম্যাতে অবশ্য বেশ সমৃদ্ধ ছিলেন এই পেসার। ১৮৪টি ওয়ানডে ম্যাচে কুলাসেকারার সংগ্রহ ১৯৯ উইকেট। যেখানে ইকোনোমি ছিল মাত্র ৪.৯০! টি-২০তেও মোটামুট সফল ছিলেন তিনি। দেশের জার্সিতে ৫৮টি টি-২০ ম্যাচে তার সংগ্রহ ৬৬ উইকেট।