নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
ক্রিকেট মাঠে সমর্থকদের প্লে কার্ডে অনেক প্রস্তাবনা দেখা যায় । প্লেকার্ডে মেরি মি, লাভ ইউ লেখা এরকম আর কত কি এর দেখা মিলে ক্রিকেট মাঠে। অনেক জন তো বিয়ের প্রস্তাবও পেয়েছেন অনেক সময় । তবে এবার ঘটেছে আরও এক নতুন ঘটনা৷ অস্ট্রেলিয়ার ক্রিকেট মাঠে এক অজি নারী ক্রিকেটারকে প্রেমের প্রস্তাব দিলেন এক ক্রিকেট সমর্থক৷
অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত নারী বিগব্যাশে ঘটেছে এমন ঘটনা। মেয়েদের বিগব্যাশে মেলবোর্ন রেনিগেডস ও অ্যাডিলেড স্ট্রাইকারের ম্যাচে এক সমর্থন ঘটিয়ে বসে এমন কান্ড। ম্যাচ শেষে ক্রিকেটাররা ফটোসেশানে সময় পার করছিলেন হঠাৎ ই এমন সময় এক সমর্থক অ্যাডিলেডের ক্রিকেটার অ্যাম্যান্ডা ওয়েলিংটনকে প্রেমের প্রস্তাব দেন। পরে জানা যায় সেই সমর্থকের নাম টেইলার ম্যাকেচেনি।
সবাই যখন ফটোসেশানে ব্যস্ত তখন সবার সামনেই হাটু গেড়ে ওয়েলিংটনকে আংন্টি পড়িয়ে দেন টেইলার। পরে টেইলারকে উঠিয়ে জড়িয়ে ধরে চুমো দেন ওয়েলিংটন। পরে নিজের অফিসিয়াল পেজে ভিডিওটি আপলোড দেন আর নিজের বয়ফ্রেন্ডকে শুভেচ্ছা জানান।
এমন ঘটনার পর নিজের অভিমত ও এমন ঘটনার প্রতিক্রিয়া জানান। তিনি বলেন, ‘আমি টেইলারকে মাঠে প্রবেশ করতে দেখেছি তবে তখন আন্দাজ করতে পারিনি এমন কিছু ঘটবে। তবে এমন ঘটনায় আমি অসন্তুষ্ট নই। আমি এখনও ঐ ঘটনার কথা ভাবলে কেঁপে উঠি।’