শোয়েব আক্তার »
নিষেধাজ্ঞার কারণে এক বছরের জন্য ক্রিকেট থেকে নির্বাসিত থাকলেও বিশ্বের বিভিন্ন ক্রিকেট বিষয়ক ম্যাগাজিন, ওয়েব সাইট কিংবা সাবেক ক্রিকেটারদের দশক সেরা একাদশ থেকে বাদ যাচ্ছেন না বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।
ক্রিকেটের বাইবেল খ্যাত উইজডেন ম্যাগাজিন, ফক্স নিউজ, ক্রিকেট বিশ্লেষক হার্শা ভোগলে, ইএসপিএন ক্রিকইনফোর পর এবার ক্রিকেটের আরও একটি জনপ্রিয় ওয়েব সাইট ক্রিকবাজের দশক সেরা ওডিআই দলে ও জায়গা করে নিয়েছেন দেশের ক্রিকেটের সবচেয়ে বড় তারকা সাকিব আল হাসান।
একাদশে একমাত্র বাংলাদেশি ক্রিকেটার হিসেবে আছেন তিনি। এছাড়া সর্বোচ্চ তিনজন দক্ষিণ আফ্রিকান ক্রিকেটার, দুইজন করে ভারত ও নিউজিল্যান্ডের ক্রিকেটার ও একজন করে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড ও শ্রীলঙ্কান ক্রিকেটার একাদশে আছেন।
ক্রিকবাজের একাদশে ওপেনার হিসেবে অবধারিত ভাবেই আছেন ভারতের ওপেনার রোহিত শর্মা। রোহিত শর্মার সাথে ওপেনিং জুটি তে আছেন দক্ষিণ আফ্রিকান গ্রেট ওপেনার হাশিম আমলা।
ওয়ান ডাউনে ও অবধারিত ভাবে আছেন ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি। এই দশকে এগারো হাজারের বেশি রান করা একমাত্র ব্যাটসম্যান কোহলি দলটির অধিনাকত্বের দ্বায়িত্ব ও পালন করবেন।
মিডল ওর্ডারে আছেন নিউজিল্যান্ডের রস টেইলর, থ্রি সিক্সটি ডিগ্রি ব্যাটসম্যান খ্যাত দক্ষিণ আফ্রিকান এবিডি ভিলিয়ার্স এবং বাংলাদেশের বাঁহাতি অলরাউন্ডার সাকিব আল হাসান।
ক্রিকবাজের একাদশে উইকেট রক্ষক ব্যাটসম্যান হিসেবে আছেন ইংল্যান্ডের বিশ্বকাপ জয়ী উইকেট রক্ষক ব্যাটসম্যান জস বাটলার।
দলের পেস বিভাগের দ্বায়িত্ব সামলাবেন নিউজিল্যান্ডের ট্রেন্ট বোল্ট, অস্ট্রেলিয়ান পেসার মিচেল স্টার্ক ও শ্রীলঙ্কান কিংবদন্তি ফাস্ট বোলার লাসিথ মালিঙ্গা।
একাদশটিতে একমাত্র বিশেষজ্ঞ স্পিনার হিসেবে আছেন দক্ষিণ আফ্রিকা’র লেগ স্পিনার ইমরান তাহির।
এক নজরে ক্রিকবাজের দশক সেরা ওডিআই একাদশ: রোহিত শর্মা, হাশিম আমলা, বিরাট কোহলি (অধিনায়ক), রস টেইলর, এবি ডি ভিলিয়ার্স, সাকিব আল হাসান, জস বাটলার (উইকেট রক্ষক), ট্রেন্ট বোল্ট, মিচেল স্টার্ক, লাসিথ মালিঙ্গা, ইমরান তাহির।