নিউজ ডেস্ক »
ক্রিকেট ক্যারিয়ারে ৩২২ টি ম্যাচে অনেক ক্রিকেটারকে দেখেছেন ইংলিশ তারকা ক্রিকেটার ব্রেট লি। শচীন টেন্ডুলকার থেকে শুরু করে ব্রায়ান লারা সকলকেই বোলিং করেছেন তিনি৷ তবে তাঁর দেখা সবথেকে পরিপূর্ণ ক্রিকেট দক্ষিণ আফ্রিকান অলরাউন্ডার জ্যাক ক্যালিস। ব্যাটিংয়ের পাশাপাশি সমানতালে বোলিং চালিয়ে যাওয়ার অসাধারণ ক্ষমতায় মুগ্ধ এই ইংলিশ গ্রেট৷
জিম্বাবুইয়ান ক্রিকেটার পমি বঙ্গোয়ার সাথে বিভিন্ন বিষয়ে আলাপকালে এসকল কথা জানান ব্রেট লি। এসময় তিনি জানান, গ্যারি সোবার্সের সাথে খেলার সুযোগ না হলেও জ্যাক ক্যালিসকে সব দিকে সেরা মনে হয়েছে বলে হয়। ব্রেট লি’র ভাষায়,’সেরা ক্রিকেটার হলো জ্যাক ক্যালিস। আমি তো গ্যারি সোবার্সকে খেলতে দেখিনি। হ্যাঁ, হাইলাইটস অবশ্যই দেখেছি। কিন্তু যাঁদের বিরুদ্ধে খেলেছি, যাঁদের খেলতে দেখেছি, তাঁদের মধ্যে সবচেয়ে পরিপূর্ণ ক্রিকেটার অবশ্যই কালিস। বোলিং ওপেন করতে যেমন পারত, তেমনই শুধু ব্যাটসম্যান হিসেবেও খেলতে পারত দলে। আর স্লিপেও প্রচুর ক্যাচ নিয়েছে।’
এছাড়াও সময়ের সেরা ব্যাটসম্যান হিসেবে ভারতের শচীন টেন্ডুলকারকেই বেছে নেবেন তিনি। অভিজ্ঞতার কারণে কিছু অতিরিক্ত সুবিধা পেতো শচীন। তাই শচীনকে নিয়ে আলাদা পরিকল্পনাও করতর হতো তাকে। সেরা ব্যাটসম্যান কে? এমন প্রশ্নের জবাবর ব্রেট লি বলেন, ‘শচীন (টেন্ডুলকার) এর কথাই মনে হচ্ছে। কেন শচীন? তার কারণ, শচীন বাড়তি সময় পেত। গ্রেট ক্রিকেটারদের বিরুদ্ধে খেলার অভিজ্ঞতা থেকে মনে হয়েছে যে, বল খেলার জন্য বেশি সময় পেতো ও। পপিং ক্রিজে দাঁড়ালেও মনে হতো ও যেন অতিরিক্ত সময় পাচ্ছে বল খেলার জন্য। আমার মতে, বিশ্বের সেরা ব্যাটসম্যান শচীনই।’
নিউজ ক্রিকেট ২৪ / কেএমএএইচ