ক্যারিয়ারের ইতি টানছেন মাসাকাদজা

https://scontent.fdac4-1.fna.fbcdn.net/v/t1.0-9/36386236_2027432020601594_1928619179817041920_n.jpg?_nc_cat=104&_nc_eui2=AeFY40879vpUlXD3TvLuwunYiYPt9keMWugjnmsYPL9A2_cQ-azY1GmWWQy36LFNFzNLAU2kdDYB9vV9Qwdjt7cfxuFbw0DGkcoiJ24B4pOm6Q&_nc_ht=scontent.fdac4-1.fna&oh=926e9b4229d9f6e3ffd66fe5510e3767&oe=5D672D33 »

জিম্বাবুয়ের অন্যতম সেরা ব্যাটসম্যান হ্যামিল্টন মাসাকাদজা ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিতে যাচ্ছেন বাংলাদেশের বিপক্ষে সিরিজ দিয়েই। আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশ দল টেস্ট ম্যাচটি খেলেই জিম্বাবুয়েকে সাথে নিয়ে শুরু হবে ত্রিদেশীয় সিরিজ। আর এই সিরিজ শেষেই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানাবেন হ্যামিল্টন মাসাকাদজা।

আন্তর্জাতিক ক্রিকেটে একতা সময় জিম্বাবুয়ের হয়ে দাপিয়ে বেড়িয়েছেন এই ব্যাটসম্যান। দলের চরম বিপর্যয়ে একা হাতেই সামাল দিয়েছেন সব দিক। তবে সাম্প্রতিক সময়ে জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ডের নাজেহাল অবস্থা বিরাজ করায় একাধিক ক্রিকেটার দেশটির হয়ে খেলা থেকে অবসর নিয়েছেন।

মূলত চরম দুর্নীতির দায়ে দেশটির ক্রিকেট বোর্ড ভেঙে দেয় দেশটির সরকার। আর সরকারের এমন আচরণে জিম্বাবুয়েকে ক্রিকেট থেকে নিষিদ্ধ করে আইসিসি। আইসিসির দেয়া শর্ত অনুযায়ী গণতান্ত্রিক উপায়ে আবারও যদি দেশটি তাদের ক্রিকেট বোর্ড পুনর্গঠিত করতে পারে তাহলেই কেবল আইসিসির কোনো ইভেন্টে অংশ নিতে পারবে তারা।

এদিকে আইসিসির ইভেন্টে অংশ নিতে না পারায় দেশটির আয়ের পথও বন্ধ হবার পথে। যদিও দ্বিপাক্ষিক সিরিজে তারা অংশ নিতে পারবে। আনর্জাতিক ক্রিকেটে মাসাকাদজার আগমন হয় দেড় জুগ আগে ২০০১ সালে। লম্বা সময় ধরে দেশকে সার্ভিস দিয়ে আসলেও এখন আর পারছেন না।

জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ডের একটি টুইটার বার্তায় মাসাকাদজার অবসরের ব্যাপে নিশ্চিত করা হয়েছে।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »